28 C
আবহাওয়া
১০:২০ অপরাহ্ণ - অক্টোবর ৪, ২০২৩
Bnanews24.com
Home » ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত আরও ৯৬

২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত আরও ৯৬

২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত আরও ৯৬

বিএনএ, ঢাকা: গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কেউ মারা যান‌নি। সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা আবারও বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৯৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি ডেঙ্গুরোগীর সংখ্যা হলো ৩৯২ জন।

মঙ্গলবার (৬ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতি‌বেদ‌নে বলা হয়, গত এক‌ দি‌নে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়ে‌ছেন ৯৬ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৮৯ ও ঢাকার বাইরের সাত জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের ১ থেকে ৬ জুন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই হাজার ৫৭৩ জন। তাদের মধ্যে রাজধানীর সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৮৭০ জন। আর ঢাকার বাইরে অন্যান্য বিভাগে ভর্তি হয়েছেন ৭০৩ জন।

অন্যদিকে, এসময়ের মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন দুই হাজার ১৪৩ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা এক হাজার ৫০৪ জন এবং ঢাকার বাইরে ৬৩৯ জন। আর এসময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে মারা গেছেন ‌মোট ১৭ জন।

গত ২০২২ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন দেশের ইতিহাসের সর্বোচ্চ সংখ্যক ২৮১ জন। একই বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়ে‌ছেন ৬২ হাজার ৩৮২ জন। ২০২০ সালে করোনা মহামারিকালে ডেঙ্গুর সংক্রমণ তেমন দেখা না গেলেও ২০২১ এ সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। একই বছর দেশব্যাপী ডেঙ্গুতে মারা যান ১০৫ জন।

বিএনএনিউজ/বিএম

Total Viewed and Shared : 1106 


শিরোনাম বিএনএ