বিএনএ, চট্টগ্রাম: রাউজানের যুবলীগ কর্মী শহীদুল আলম হত্যা মামলার আসামি মহিউদ্দিনকে ৮ বছর পর আটক করেছে র্যাব-৭। সোমবার(৫ জুন )নগরীর মুহাম্মদপুর থেকে তাকে আটক করা হয়। মহিউদ্দিন রাউজান থানার মৃত শাহ আলম চৌধুরীর ছেলে।
র্যাব- ৭ জানায়, নিহত শহীদুল আলম ওরফে শহীদ ঘটনার কিছু দিন পূর্বে বিদেশ হতে দেশে আসেন । দেশে কাঠের ব্যবসা শুরু করেন। রাউজানের শীর্ষ সন্ত্রাসী আজিজ শহিদুলকে কাঠের ব্যবসা ছেড়ে তার বাহিনীতে যোগ দিতে বলে। শহীদুল আলম উক্ত প্রস্তাবে রাজি না হলে আসামিরা তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। পরে ২০১৫ সালের ২৫ ফেব্রুয়ারি সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি করে তাকে হত্যা করে।
উক্ত ঘটনায় ভিকটিমের মা সখিনা বেগম বাদী হয়ে চট্টগ্রাম জেলার রাউজান থানায় একটি হত্যা মামলা দায়ের করেন । এরই ধারাবাহিকতায় চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানাধীন মোহাম্মদপুর এলাকা থেকে মহিউদ্দিনকে আটক করা হয়। ।
গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। উল্লেখ্য, এর আগে এজাহারভূক্ত তিন আসামিকে আটক করা হয় ।
বিএনএ/ ওজি
Total Viewed and Shared : 1123