34 C
আবহাওয়া
১০:৩৯ অপরাহ্ণ - এপ্রিল ২৮, ২০২৪
Bnanews24.com
Home » হোমনায় কুকুরের কামড়ে নারীসহ আহত৮

হোমনায় কুকুরের কামড়ে নারীসহ আহত৮

হোমনায় কুকুরের কামড়ে নারীসহ আহত৮

বিএনএ, কুমিল্লা: কুমিল্লার হোমনায় পাগলা কুকুরের কামড়ে নারীসহ ৮ জন আহত হয়েছেন। এ নিয়ে চরম আতঙ্কের মধ্যে রয়েছে এলাকাবাসী। সোমবার (৫ জুলাই) বিকেলে উপজেলার নিলখী, ঘারমোড়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- নিলখী ইউনিয়নের নিলখী গ্রামের সরাফত আলীর ছেলে মো. জুলহাস(৫০), জহুর উদ্দিনের ছেলে মো. ইসমাইল(৪০), মোস্তফা মিয়ার স্ত্রী ফজিলতের নেছা(৫৫), মৃত হাসমত আলীর ছেলে ময়নাল মিয়া (৩০), মো. রফিকুল ইসলামের ছেলে মো. সাইফুল ইসলাম(১৭) মো.তোফাজ্জল হোসেনের স্ত্রী বেলাতন নেছা(৫০),  ঘারমোড়া ইউনিয়নের ছোট ঘারমোড়া গ্রামের সুমন মিয়ার ছেলে ফাহিম (১০) ও মিশ্বিকারী গ্রামের ইউসুফ আলীর ছেলে মো.সাব মিয়া।আহতদের হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

স্থানীয়রা জানান, সোমবার বিকাল ৩ টার দিকে একটি পাগলা কুকুর ছোটাছুটি করতে থাকে। এক পর্যায়ে কুকুরটি উপজেলার নিলখী,ছোট ঘারমোড়া, মিশ্বিকারী গ্রামের নারীসহ ৮ জনকে কামড়িয়ে আহত করে।

হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা.মাহবুবুর রহমান জানান, কুকুরের কামড়ে আহত ৮ জনকে চিকিৎসা দেওয়ার পর জলাতঙ্কের টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে। একজনকে ঢাকায় রেফার করা হয়েছে।

বিএনএনিউজ/আজিজুল,মনির

Loading


শিরোনাম বিএনএ