29 C
আবহাওয়া
১:২৪ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ২৩, ২০২৩
Bnanews24.com
Home » গুলিস্তানে অজ্ঞাত মরদেহ উদ্ধার

গুলিস্তানে অজ্ঞাত মরদেহ উদ্ধার


বিএনএ, ঢাকা : রাজধানীর গুলিস্তান এলাকায় ফুটপাত থেকে অজ্ঞাত পরিচয় (৫৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ রোববার বেলা আড়াইটার দিকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

পল্টন থানাধীন আহাদ পুলিশ বক্সের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) গোপাল চন্দ্র রায় জানান, গুলিস্তান গোলাপ শাহ মাজারের পূর্ব পাশে হোটেল আল মনসুরের পাশের ফুটপাত থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে।

তিনি আরো জানান, ওই ব্যক্তি গুলিস্তান এলাকায় ভবঘুরে হিসেবে ঘুরাফেরা করতো। তার নাম পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

বিএনএ/ ওজি 

Total Viewed and Shared : 139 


শিরোনাম বিএনএ