বিএনএ, খুলনা : খুলনায় করোনার সংক্রমণ রোধে তিনটি থানা ও রূপসা উপজেলায় জেলা প্রশাসন আরোপিত কঠোর বিধিনিষেধের তৃতীয় দিন চলছে।
খুলনা জেলায় গত ৭ দিনে (৩০ মে-৫ জুন) ১ হাজার ৯৩৪ জনের নমুনা পরীক্ষায় ৪৭৫ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার প্রায় ২৫ শতাংশ। এর আগের ৭ দিনে এতে শনাক্তের হার ছিল ২০ শতাংশ।
দেখা গেছে শেষ সপ্তাহে এখানে করোনার সংক্রমণ ও শনাক্তের হার বেড়েছে। খুলনার সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, খুলনায় এ পর্যন্ত কোভিড রোগীর সংখ্যা এখন ১০ হাজার ৫৯৬ জন। এর মধ্যে শহরেরই ৮ হাজার ৬৩১ জন। মারা গেছেন ১৭৯ জন, যার মধ্যে নগরের ১৪১ জন। এদিকে হাসপালেও বেড়েছে করোনা শনাক্ত রোগীর সংখ্যা।
বিএনএনিউজ/জেবি
Total Viewed and Shared : 113