35 C
আবহাওয়া
২:৪৭ অপরাহ্ণ - এপ্রিল ২৬, ২০২৪
Bnanews24.com
Home » প্রত্যাবাসনে মিয়ানমারকে ৫ শর্ত দিলো রোহিঙ্গারা

প্রত্যাবাসনে মিয়ানমারকে ৫ শর্ত দিলো রোহিঙ্গারা


বিএনএ, কক্সবাজার : প্রথম বারের মতো ২০ জন রোহিঙ্গাসহ ২৭ জনের প্রতিনিধি দলের সদস্যরা শুক্রবার সকালে টেকনাফ-মিয়ানমার ট্রানজিট ঘাট দিয়ে মিয়ানমারের পৌঁছে। পরে সেখানে রোহিঙ্গাদের জন্য তৈরি শেল্টার পরিদর্শন করেন।

পরিদর্শনে গিয়ে মিয়ানমার সরকারের কাছে নিজেদের দাবিও তুলে ধরেন রোহিঙ্গারা। শুধু আবাসন সুবিধা নয়, নিজের জমিজমা ফেরতসহ স্বাধীনভাবে চলাফেরাও করতে চায় বলে জানান রোহিঙ্গারা।

মিয়ানমার থেকে ফিরে রোহিঙ্গা নেতা মো. সেলিম জানান, তারা মিয়ানমার সরকারের কাছে পাঁচটি দাবি জানিয়েছে। এসব দাবি তাদের অধিকারও বটে। দাবির মধ্যে জমি ফেরত, স্বাধীনভাবে চলাচলসহ আরও তিনটি সুবিধার কথাও উল্লেখ রয়েছে। এসব কিছু মেনে নিলেই তারা মিয়ানমারে ফিরবে।

প্রতিনিধি দলের প্রধান শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমান জানান, রোহিঙ্গাদের সন্তুষ্টির বিষয়টি এখানে অনেকটা আপেক্ষিক। সরকার আপাতত প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু করতে চায় বলে জানান তিনি।

রোহিঙ্গা প্রত্যাবাসনের লক্ষ্যে ২০১৮ সালে বাংলাদেশ আট লাখ ৮৮ হাজার রোহিঙ্গা শরণার্থীর তালিকা মিয়ানমারের কাছে পাঠিয়েছিল।

এরপর মিয়ানমারের পক্ষ থেকে ৬৮,০০০ রোহিঙ্গার একটি ফিরতি তালিকা পাঠানো হয়। তালিকা ধরে যাচাই-বাছাই করতে গেল মার্চ মাসে বাংলাদেশ আসে মিয়ানমার সরকারের ১৭ প্রতিনিধি।

বিএনএনিউজ/শাহিন/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ