28 C
আবহাওয়া
৫:৪৯ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ৩০, ২০২৩
Bnanews24.com
Home » অর্ধনগ্ন শরীরে এষা

অর্ধনগ্ন শরীরে এষা

অর্ধনগ্ন শরীরে এষা

বিএনএ বিনোদন ডেস্ক :  ফের সেক্সি লুকে খবরের শিরোনামে উঠে এলেন ‘জন্নত ২’ খ্যাত অভিনেত্রী এষা গুপ্তা। একের পর এক ছবিতে তোলপাড় সোশ্যাল মিডিয়া। নেটদুনিয়ায় উষ্ণতার পারদ চরিয়ে ফের ঝড় তুললেন বলি অভিনেত্রী এষা গুপ্তা। এবার ব্রা ছাড়াই গায়ে ওভারসাইজ শার্ট পরে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে নেটদুনিয়ায় আগুন জ্বালালেন এষা গুপ্তা।  আসলে ভক্তদের ধরে রাখতেই নিজের ভরা যৌবনের ছবিতে ঝড় তোলেন এষা গুপ্তা।

সম্প্রতি দুবাইতে শুট করছেন এষা। শুটিংয়ের ফাঁকেই  মিরর সেলফিতে পোজ দিয়েঠেন এষাা। গোলাপি রঙের শার্ট পরে উষ্ণতার পারদ দ্বিগুণ বাড়িয়ে দিয়েছেন এষা। ব্রা ছাড়াই ছবিতে এষাকে দেখেই নেটদুনিয়ায় আগুন জ্বলে উঠেছে।

স্টাইল স্টেটমেন্ট থেকে শুরু করে তার ডি গ্ল্যাম লুকে মাতোয়ারা আট থেকে অষ্টাদশী। সোশ্যাল মিডিয়ায় নিজের ফ্যান কীভাবে ধরে রাখতে হয় তাতে বেশ সিদ্ধহস্ত বলি অভিনেত্রী এষা গুপ্তা।

বিএনএ/ ওজি

Total Viewed and Shared : 132 


শিরোনাম বিএনএ