বিএনএ বিশ্বডেস্ক : ইসরায়েলে স্বাধীনতা দিবস উদযাপনের মধ্যেই সন্ত্রাসী হামলায় তিন জন নিহত হয়েছে। বার্তাসংস্থা রয়টার্স, সংবাদমাধ্যম বিবিসি ও আলজাজিরা এ খবর দিয়েছে।
ইসরায়েলি বিভিন্ন সংবাদমাধ্যম দাবি করেছে, দু’জন হামলাকারী ছুরি, কুড়াল বা উভয় অস্ত্র নিয়ে ইলাদ শহরের একটি পার্কে পথচারীদের ওপর হামলা করে। এ ঘটনার পর অভিযুক্তদের ধরতে অভিযান শুরু করেছে পুলিশ। এছাড়া রাস্তা অবরোধ করে যানবাহনেও তল্লাশি চালাচ্ছে তারা।
বিবিসি বলছে, হামলার পর ইলাদ শহরের বাসিন্দাদের বাড়ির ভেতরেই অবস্থানের নির্দেশ দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। শহরের জনসংখ্যার অধিকাংশই ইসরায়েলের কট্টর-অর্থোডক্স ইহুদি সম্প্রদায়ের সদস্য বলেও জানিয়েছে ব্রিটিশ এই সংবাদমাধ্যমটি।
এদিকে হামলা ও প্রাণহানির বিষয়ে টুইটারে দেওয়া এক বার্তায় ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইয়ার লাপিদ বলেছেন, ‘স্বাধীনতা দিবসের আনন্দ মুহূর্তের মধ্যে মাটি হয়ে গেল। ইলাদে রক্তাক্ত হামলা ও প্রাণহানির এই ঘটনায় আমার হৃদয় ব্যথিত।’
বিএনএ/ ওজি