26 C
আবহাওয়া
১:৪৪ অপরাহ্ণ - জানুয়ারি ৫, ২০২৫
Bnanews24.com
Home » করোনা টিকার দ্বিতীয় ডোজ নিলেন রাষ্ট্রপতি

করোনা টিকার দ্বিতীয় ডোজ নিলেন রাষ্ট্রপতি

করোনা টিকার দ্বিতীয় ডোজ নিলেন রাষ্ট্রপতি

বিএনএ, ঢাকা : রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ কোভিড-১৯ এর দ্বিতীয় ডোজ ভ্যাকসিন নিয়েছেন। রাষ্ট্রপতির প্রেস সচিব মো: জয়নাল আবেদীন বলেন, “রাষ্ট্রপতি এবং তাঁর সহধর্মীনি রাশিদা খানম বৃহস্পতিবার দুপুর ১টায় বঙ্গভবনে ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ গ্রহণ করেন।”

এর আগে গত ১০ মার্চ রাষ্ট্রপতি এবং তাঁর সহধর্মীনি রাশিদা খানম কোভিড ১৯ ভ্যাকসিন প্রথম ডোজ গ্রহন করেন। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৪ মার্চ কোভিড ১৯ ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেন।

প্রধানমন্ত্রী গত ২৭ জানুয়ারি ভার্চুয়ালি রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাস পাতালে কোভিড ১৯ টিকাদান কার্যক্রম উদ্বোধন করেন।

অক্সফোর্ড-আস্ট্রাজেনিকার উদ্ভাবিত এবং ভারতের সেরাম ইনস্টিটিউটের (এসআইআই) তৈরি এই ভ্যাকসিন প্রদান কার্যক্রম কুর্মিটোলা হাসপাতালের এক নার্সকে দেয়ার মাধ্যমে উদ্বোধন করা হয়।

গত ৭ ফেব্রুয়ারি দেশব্যাপী প্রথম ডোজ টিকাদান কার্যক্রম শুরু হয় এবং গত ৮ এপ্রিল থেকে দ্বিতীয় ডোজ প্রদান শুরু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ২৫ এপ্রিল পর্যন্ত দেশব্যাপী ৫৮ লাখ ১৮ হাজার ৪শ’র বেশী লোক প্রথম ডোজ টিকা গ্রহন করেছে। ৫ মে পর্যন্ত প্রায় ৩২ লাখ ১০ হাজার ৫০৯ জন দ্বিতীয় ডোজ গ্রহন করেছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ