30 C
আবহাওয়া
১১:৪৪ অপরাহ্ণ - মে ৩০, ২০২৪
Bnanews24.com
Home » হজ নিবন্ধনের সুযোগ রোববার পর্যন্ত

হজ নিবন্ধনের সুযোগ রোববার পর্যন্ত

হজ ফ্লাইটের ভাড়া নিয়ে সংবাদ সম্মেলনে বিমান

বিএনএ, ঢাকা: হজযাত্রী নিবন্ধনের জন্য সাত দফা সময় বাড়িয়েও এ বছরের হজের কোটা পূরণ হয়নি। এ অবস্থায় বুধবার নিবন্ধনের সময় শেষ হলেও আগামী রোববার পর্যন্ত সময় বাড়িয়েছে সরকার।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. মতিউল ইসলাম এ তথ্য জানান। তিনি জানান, বুধবার (৫ এপ্রিল) হজযাত্রী নিবন্ধনের সময় শেষ হলেও কোটা পূরণ না হওয়ায় রোববার (৯ এপ্রিল) পর্যন্ত নিবন্ধন করা যাবে। এরপর হজযাত্রী নিবন্ধন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

সৌদি আরবের সঙ্গে হজচুক্তি অনুযায়ী, চলতি বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। কিন্তু হজে যেতে এখন পর্যন্ত সরকারি-বেসরকারিভাবে নিবন্ধন করেছেন ১ লাখ ১৯ হাজার ১৯৮ জন। সে হিসাবে কোটা পূরণ হতে আরও ৮ হাজার জনকে নিবন্ধন করতে হবে।

উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৭ জুন হজ। এ বছর সরকারি ব্যবস্থাপনায় হজে যেতে ৬ লাখ ৭১ হাজার ২৯০ টাকা এবং বেসরকারি ব্যবস্থাপনায় হজ করতে ৬ লাখ ৬০ হাজার ৮৯৩ টাকা লাগবে।

বিএনএ/ এমএফ

Loading


শিরোনাম বিএনএ