34 C
আবহাওয়া
১২:০৪ অপরাহ্ণ - মে ২, ২০২৪
Bnanews24.com
Home » বিশ্বের সবচেয়ে শক্তিশালী কম্পিউটার বানালো গুগল

বিশ্বের সবচেয়ে শক্তিশালী কম্পিউটার বানালো গুগল

গুগল

বিএনএ, বিশ্বডেস্ক : গুগলের বৈজ্ঞানিক দল একটি কম্পিউটার তৈরি করেছে যাকে দাবি করা হয়েছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী কম্পিউটার। নতুন এই কম্পিউটার সিস্টেমটি মাত্র ৩ মিনিটের মধ্যে এমন একটি সমস্যা সমাধান করতে সক্ষম, যেটি আগে সমাধান করতে বিশ্বের সবচেয়ে শক্তিশালী কম্পিউটারেরও ১০ হাজার বছর সময় লাগত।

ব্রিস্টলকাম নামের গুগলের এই নতুন প্রজেক্টটির নেতৃত্ব দিয়েছেন জন মার্টিনিস এবং সার্জিও বয়ো।

নতুন শক্তিশালী এ কম্পিউটার সিস্টেমটি তৈরি করা হয়েছে কোয়ান্টাম পদার্থবিজ্ঞানের ওপর ভিত্তি করে। এর কম্পিউটেশনাল এলগরিদম ডিজাইনের দায়িত্বে ছিলেন বয়ো নিজেই। কোয়ান্টাম কম্পিউটিংয়ের এটিই প্রথম নিদর্শন।

এই মাইলফলককে রাইট ভ্রাতৃদ্বয়ের প্রথম বিমান উড্ডয়নের সঙ্গে তুলনা করা হচ্ছে।

৫৩ কিউবিটসের অসাধারণ এই কম্পিউটারটি কেবল গণনার সময়ই কমাবে না, এমন সব গণনা করা যাবে, যা আগে সম্ভব ছিল না।

গাড়ি ও উড়োজাহাজের জন্য হালকা ব্যাটারি তৈরি, কার্যকর সার তৈরিতে নতুন অনুঘটক (যে প্রক্রিয়ায় আগে বিশ্বের ২ শতাংশ কার্বন নিঃসরণ হতো) এবং নতুন ঔষধ তৈরিতে কোয়ান্টাম কম্পিউটিংয়ের ভবিষ্যত ভাবা হচ্ছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ