28 C
আবহাওয়া
৭:২১ পূর্বাহ্ণ - জুন ৯, ২০২৩
Bnanews24.com
Home » গাজীপুরে নতুন করে করোনা পজিটিভ ৯০ জন

গাজীপুরে নতুন করে করোনা পজিটিভ ৯০ জন

ভারতে গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১ লাখ ৪৫ হাজার

বিএনএ, গাজীপুর : গাজীপুরে (কোভিট – ১৯). করোনা ভাইরাস প্রজেটিভ ৯০ জন শনাক্ত করা হয়েছে বলে মঙ্গলবার (৬ এপ্রিল) সকালে গাজীপুর জেলার সিভিল সার্জন মো. খায়রুজ্জামান গণ মাধ্যমে কে এই তথ্য জানান।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গেল ২৪ ঘণ্টায় ৩৯৬ জন করোনা রোগীর নমুনা পরীক্ষা করা হয়। তার মধ্য থেকে ৯০ জনের শরীরে করোনা ভাইরাস সংক্রমণের প্রজেটিভ পাওয়া যায় ।

মঙ্গলবার (৬ এপ্রিল) সকাল পর্যন্ত জেলার ৬৬ হাজার ৭০০ জনের নমুনা পরীক্ষা করে ৮ হাজার ১২৭ কোভিড-১৯ রোগী পাওয়া গেছে। তার মধ্যে গাজীপুর মহানগরের বাসিন্দাদের সবচেয়ে বেশি করোনা রোগী রয়েছে। পাঁচ হাজার ৩৩২ জন এবং করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন সাত হাজার ৩৯৩ জন লোক। এখন পর্যন্ত করোনা ভাইরাসে
সংক্রমিত হয়ে ১৪২ জন মৃত্যু বরণ করেছেন।

জেলার জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা জানান, (কোভিট- ১৯) করোনা ভাইরাস মোকাবেলা করার জন্য। সব চাইতে জরুরী দরকার জনসাধারণের মধ্যে ব্যাপক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করা। এটা করা না গেলে করোনা রোগীর সংখ্যা দিন -দিন বাড়তেই থাকবে। অপর দিকে জনসাধারণ যদি সরকারের দেওয়া ১৮ দফা নিদের্শনা না মেনে চলেন তাহলে পরিস্থিতি খুব ভয়াবহ হবে ।

এম. এস. রুকন

Total Viewed and Shared : 16 


শিরোনাম বিএনএ