23.6 C
আবহাওয়া
৪:৩৭ পূর্বাহ্ণ - মার্চ ২৮, ২০২৫
Bnanews24.com
Home » লাইফ সাপোর্টে ঢাবির সাবেক ভিসি আরেফিন সিদ্দিক

লাইফ সাপোর্টে ঢাবির সাবেক ভিসি আরেফিন সিদ্দিক


বিএনএ ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক রাজধানীর বারডেম হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন।বৃহস্পতিবার (৬ মার্চ) বিকেলে ইফতার কিনতে গিয়ে হঠাৎ করে মাথা ঘুরে পড়ে যান।

তিনি বর্তমানে লাইফ সাপোর্টে রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা কিছুটা আশঙ্কাজনক।

আরেফিন সিদ্দিক ২০০৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৭তম উপাচার্য হিসেবে নিয়োগ পান। ২০১৭ সালে পর্যন্ত তিনি এ পদে দায়িত্ব পালন করেন। ২০২০ সালের জুন মাসে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা থেকে অবসর নেন । ওই বছরের জুলাইয়ে তাকে বাংলাদেশ সংবাদ সংস্থার পরিচালনা বোর্ডের চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ