বিএনএ,ঢাকা: দীর্ঘ প্রায় ১৯ বছরের ওয়ানডে ক্যারিয়ারের ইতি টেনেছেন বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম।
বুধবার (৫ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্ট দিয়ে ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানান মুশফিক। মুশফিকের অবসর ঘোষণার পর তার সতীর্থরা সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তা দিচ্ছেন।
বৃহস্পতিবার (৬ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন বার্তায় ১৯ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টানেন টাইগার উইকেটরক্ষক ব্যাটার মুশফিক।
ওয়ানডে থেকে অবসরের ঘোষণা দিয়ে মুশফিক লেখেন, ‘ওয়ানডে ফরম্যাট থেকে আমি আজ অবসরের ঘোষণা দিচ্ছি।’
মুশফিকের অবসরের পর বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফী লিখেছেন, ‘তোমার বিদায়ের ঘোষণায় এক লহমায় অনেক কিছু ভেসে উঠল চোখে। এত বছরের একসঙ্গে পথচলা, মাঠের ভেতরে-বাইরে কতশত স্মৃতি! ওয়ানডেতে তোমার রেকর্ডই তোমার হয়ে স্বাক্ষ্য দেবে অনেক কিছুর। তোমার ব্যাটের দ্যুতিতে কত আলোর দিন এসেছে দেশের ক্রিকেটে! তবে রেকর্ড বইয়ে লেখা থাকবে না, কতটা নিবেদন আর নিষ্ঠায় তুমি ক্যারিয়ার গড়েছিলে, কতটা ঘামের স্রোত পেরিয়ে সাফল্যের তীর ছুঁয়েছিলে। তোমার পরিশ্রম, প্রতিজ্ঞা আর ত্যাগের গল্প বাংলাদেশের ক্রিকেটে প্রজন্মের পর প্রজন্মে অনুকরণীয় হয়ে থাকবে।’
এদিকে বাংলাদেশ দলের পেসার তাসকিন ফেসবুকে লিখেছেন, ‘মুশফিক ভাই, আপনাকে ছাড়া বাংলাদেশের ওয়ানডে ক্রিকেট কল্পনাই করা কঠিন। আপনার নিবেদন, লড়াকু মানসিকতা, আর অপরিসীম প্রেরণা আমাদের জন্য সব সময়ই উদাহরণ হয়ে থাকবে। আপনাকে কাছ থেকে দেখা, একসঙ্গে মাঠে থাকা, আর শিখতে পারা—এটা সত্যিই গর্বের বিষয়।’
বিএনএনিউজ/ আরএস