বিএনএ, ফেনী: ফেনীতে জেলা শিক্ষা ও প্রকৌশল অধিদপ্তরের নব-নির্মিত ভবনের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষ্যে দোয়া ও মোনাজাত করা হয়।
সোমবার (৬ মার্চ) সকালে ফেনী পলিটেকনিক্যাল এলাকায় নব-নির্মিত ভবনের শুভ উদ্বোধন করেন ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী।
এসময় উপস্থিত ছিলেন জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী দেলোয়ার হোসেন মজুমদার, নির্বাহী প্রকৌশলী ইশরাত নুসরাত সিদ্দিকা, ফেনী সরকারি কলেজের নব নিযুক্ত অধ্যক্ষ মোহাম্মদ মোক্তার হোসেইন, পরশুরাম উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, জেলা ছাত্রলীগের সভাপতি তোফায়েল আহমেদ তপু, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুর করিম জাবেদ ও জেলা শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা।
বিএনএ/ এবিএম নিজাম উদ্দিন, বিএম
Total Viewed and Shared : 112