34 C
আবহাওয়া
৯:১২ অপরাহ্ণ - এপ্রিল ২৮, ২০২৪
Bnanews24.com
Home » সাড়া ফেলেছে এক টাকার চিকিৎসা!

সাড়া ফেলেছে এক টাকার চিকিৎসা!

সাড়া ফেলেছে এক টাকার চিকিৎসা!

বিএনএ ডেস্ক: মৌলভীবাজারের কমলগঞ্জে মাটির ব্যাংকে জমানো এক টাকা জমা দিলেই মিলছে ডাক্তারি পরামর্শ। এ উপজেলার নিন্মআয়ের মানুষ ও স্কুল-কলেজের শিক্ষার্থীদের চিকিৎসাসেবার জন্য এ কার্যক্রমের আয়োজন করেছে উপজেলা প্রশাসন। এতে ব্যাপক সাড়া মিলেছে। প্রতিটি ক্যাম্পে রোগীর সংখ্যা বাড়ছে।

সোমবার (৬ মার্চ) সকাল থেকে কমলগঞ্জ পৌরসভা কার্যালয়ে মাটির ব্যাংকে এক টাকা জমা দিয়ে চিকিৎসা নেন সাধারণ মানুষজন।

কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদের সভাপতিত্বে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিফাত উদ্দিন।

চিকিৎসা নিতে আসা পৌর এলাকার রামপাশা গ্রামের আক্কাস মিয়া বলেন, জেলা সদরে ডাক্তার দেখাতে ৫০০-৭০০ টাকা ভিজিট দিয়ে চিকিৎসা নিতে হয়। এখন আমরা সহজেই মাত্র ১ টাকা ব্যাংকে দিয়ে চিকিৎসা নিলাম।

বড়গাছ গ্রামের ডায়াবেটিস রোগী জোবেদা বেগম বলেন, এভাবে মাত্র এক টাকায় এমবিবিএস ডাক্তারের পরামর্শ আগে কখনো পাইনি। চিকিৎসা নিতে এসে ভালোই লেগেছে। সকাল ১০টা হতে বিকাল ৪টা পর্যন্ত পৌর এলাকার হতদরিদ্র প্রায় শতাধিক রোগী চিকিৎসা সেবা নিয়েছেন।

কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ বলেন, স্বাস্থ্য সুরক্ষায় গ্রামীণ জনগণের সেবা নিশ্চিত করার জন্য স্বাস্থ্য পরিসেবা সর্বোত্তম চেষ্টা করছে সরকার। প্রান্তিক জনপদে মানুষের স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে উপজেলা প্রশাসনের এ আয়োজন বিশেষ ভূমিকা রাখবে।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিফাত উদ্দিন বলেন, উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভায় এমবিবিএস চিকিৎসকের উপস্থিতিতে পরামর্শ ও সেবা প্রদান করা হচ্ছে। এটি আমাদের ২য় আয়োজন। এর আগে উপজেলার পাত্রখোলা চা বাগান এলাকায় শতাধিক রোগী এক টাকায় চিকিৎসা নিয়েছেন।

বিএনএ/ বিএম,ওজি

Loading


শিরোনাম বিএনএ