19 C
আবহাওয়া
৭:৫৮ পূর্বাহ্ণ - ডিসেম্বর ৪, ২০২৪
Bnanews24.com
Home » মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করবে নোবিপ্রবি

মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করবে নোবিপ্রবি

মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করবে নোবিপ্রবি

বিএনএ, নোবিপ্রবি: স্বাধীনতা সংগ্রামে বিশেষ অবদানের জন্য বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করবে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(নোবিপ্রবি)। ঐতিহাসিক ৭ই মার্চ জাতীয় দিবস উপলক্ষ্যে আগামীকাল রোববার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দিনব্যাপী জমকালো এক অনুষ্ঠানের মাধ্যমে তাঁদের এ সম্মাননা প্রদান করা হবে। ওইদিন বিশ্ববিদ্যালয়ে রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধারা যুদ্ধদিনের ইতিহাস বর্ণনা করবেন। স্মৃতিচারণ করবেন ১৯৭১ সালের ৭ই মার্চে রেসকোর্স ময়দানে উপস্থিত থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ শ্রবণকারী। আসবেন বীরশ্রেষ্ঠ রহুল আমিন ও শহীদ সার্জেন্ট জহুরুল হকের পরিবারের সদস্যরা। তাঁরাও স্মৃতিচারণমূলক বক্তব্য রাখবেন।

জানা যায়, বিশ্ববিদ্যালয়টিতে এবার দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হবে ঐতিহাসিক ৭ মার্চ। বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ফারুক উদ্দিনের সভাপতিত্বে কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম। ওইদিন সূর্যোদয়ে বিশ্ববিদ্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৯টায় অনুষ্ঠানের শুভ উদ্বোধন শেষে প্রশাসনিক ভবনের সামনে সম্মিলিতভাবে দাঁড়িয়ে ৭ই মার্চের ভাষণ শ্রবণের পর বর্ণাঢ্য শোভাযাত্রা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ ও সশ্রদ্ধ সালাম নিবেদন, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে আমন্ত্রিত মুক্তিযোদ্ধাদের সম্মানে গার্ড অব অনার প্রদান, বীর মুক্তিযোদ্ধা হাজী মোহাম্মদ ইদ্রিস অডিটোরিয়ামে আলোকচিত্র প্রদর্শনী, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, প্রামাণ্যচিত্র প্রদর্শনী, জাতীয় সংগীত পরিবেশন, ৭ই মার্চ উপলক্ষ্যে স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন ও বিতরণ, মুক্তিযুদ্ধ বিষয়ক আলোচনাসভা, বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান এবং সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হবে। করোনাভাইরাসের কারণে অনুষ্ঠানে সবাইকে মাস্ক পরিধান করতে বলা হয়েছে।

৭ই মার্চ জাতীয় দিবস উদযাপন কমিটির আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ফারুক উদ্দিন বলেন, ‘অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে ৭ই মার্চ উদযাপন করতে যাচ্ছে নোবিপ্রবি। ৭ই মার্চে আমাদের বীর মুক্তিযোদ্ধারা বিশ্ববিদ্যালয়ে আসবেন। তাঁদের মাধ্যমে পরবর্তী প্রজন্ম ৭ই মার্চের গুরুত্ব সম্পর্কে জানবে।’

বিএনএনিউজ/শাফি,মনির

Loading


শিরোনাম বিএনএ
দ.কোরিয়ায় সামরিক আইন জারি, আবার প্রত্যাহার, লংকাকান্ড সাভারে পাঁচ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা ইফার দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের সিদ্ধান্ত আ’লীগ আমলে রাজনৈতিক হয়রানিমূলক মামলার তালিকা চেয়ে আইন মন্ত্রণালয়ের চিঠি ‘স্মার্ট কেস ম্যানেজমেন্ট সিস্টেম’ বিষয়ক কর্মশালা শুরু নতুন উপকূলীয় গ্যাস অনুসন্ধানেও বিনিয়োগ করবে শেভরন ২০৫০ সালের মধ্যে বাংলাদেশের এক-তৃতীয়াংশ ভূমি হারিয়ে যেতে পারে প্রতিবন্ধীদের সমাজের মূল ধারায় সম্পৃক্ত করতে কাজ করছে সরকার আইএলও কনভেনশন বাস্তবায়নে বাংলাদেশের পরিষ্কার রোডম্যাপ আছে--বাণিজ্য উপদেষ্টা সেন্টমার্টিনকে বর্জ্য মুক্ত করতে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ