27 C
আবহাওয়া
৮:০২ পূর্বাহ্ণ - মে ২৯, ২০২৩
Bnanews24.com
Home » ‘ফিরে দেখা’ ইলিয়াস কাঞ্চন-রোজিনা

‘ফিরে দেখা’ ইলিয়াস কাঞ্চন-রোজিনা

রোজিনা

বিনোদন ডেস্ক: ঢালিউড সিনেমার এক সময়ের জনপ্রিয় জুটি ইলিয়াস কাঞ্চন-রোজিনা। তারা জুটি বেঁধে উপহার দিয়েছেন বেশ কিছু দর্শকপ্রিয় ছবি। আবারো একসঙ্গে ‘ফিরে দেখা’ ছবিতে দেখা যাবে তাদের। এবার প্রেমিক-প্রেমিকা নয়, স্বামী-স্ত্রীর ভূমিকায় থাকবেন তারা। এই ছবির একটি দৃশ্যে বাউল রূপে দেখা যাবে তাদের।

একসঙ্গে কাজ করা সম্পর্কে রোজিনা বলেন, ইলিয়াস কাঞ্চন ভাই অনেক ভালো একজন মানুষ। তার সঙ্গে অনেক কাজ করেছি। অবার নতুন করে কাজ হচ্ছে। দারুণ একটা অনুভুতি। আশাকরি দর্শকদের ভালো কিছু উপহার দিতে পারবো। রোজিনা পরিচালিত প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘ফিরে দেখা’। পরিচালনার পাশাপাশি এই ছবিতে অভিনয়ও করেছেন তিনি। এই ছবিটি ২০১৯-২০ অর্থবছরে পেয়েছে সরকারি অনুদান।

এ ছবিতে ইলিয়াস কাঞ্চন এলাকার পরিচিত মানুষ এবং রাজনীতির সঙ্গে যুক্ত। রোজিনার ভাই ও মূল চরিত্রে থাকবেন চিত্রনায়ক নিরব। নিরবের বিপরীতে এই ছবিতে ক্রিন শেয়ার করবেন অভিনেত্রী স্পর্শিয়া। ‘ফিরে দেখা’ ছবিতে প্রথমবার জুটি বেঁধেছেন তারা।

ছবিটিতে নিরবের চরিত্রের নাম আমিন। ১৯৭১ সালের একজন মুক্তিযোদ্ধা সে। স্পর্শিয়াকে দেখা যাবে নাসিমা চরিত্রে। কদিন আগে রাজবাড়ীর গোয়ালন্দে গিয়েছে ‘ফিরে দেখা’ টিম। রাজবাড়ীতেই ২০ দিন হবে শুটিং।

বিএনএনিউজ২৪/এমএইচ

Total Viewed and Shared : 15 


শিরোনাম বিএনএ