বিএনএ, বিশ্বডেস্ক : আফগানিস্তানের বিমান হামলায় অন্তত ১৮ তালেবান যোদ্ধা নিহত হয়েছেন।দেশটির পূর্বাঞ্চলীয় নানগড়হার প্রদেশে সরকারী বাহিনী এ হামলা চালায় । শনিবার (০৬ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে স্থানীয় সরকার এমন তথ্য দিয়েছে।
চীনের সিনহুয়া বার্তা সংস্থা জানায়, নানগড়হারের পার্বত্য শেরজাদ জেলায় রাতে এ বিমান হামলা চালানো হয়। নিহতদের মধ্যে প্রাদেশিক কমান্ডার খালিদসহ তালেবানের কথিত রেড ইউনিট বা স্পেশাল ফাইটার রেজিমেন্টের ১৪ সদস্য রয়েছে।
সম্প্রতি আফগান নিরাপত্তা বাহিনী তালেবান জঙ্গিদের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে। তবে তালেবানরা এখন পর্যন্ত এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি।
বিএনএ/ওজি
Total Viewed and Shared : 111