30 C
আবহাওয়া
৮:৩৪ অপরাহ্ণ - মে ৩১, ২০২৪
Bnanews24.com
Home » দেশে ২৪ ঘন্টায় করোনায় ৭ জনের মৃত্যু

দেশে ২৪ ঘন্টায় করোনায় ৭ জনের মৃত্যু


বিএনএ ঢাকা: সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৯৭ জনে। একই সময়ে নতুন করে এক হাজার ১৪০ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এতে করে দেশে করোনা রোগী শনাক্তের সংখ্যা বেড়ে ১৫ লাখ ৮৯ হাজার ৯৪৭ জনে দাঁড়িয়েছে।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী, গত একদিনে করোনা থেকে সুস্থ হয়েছে ১৯৬ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে ১৫ লাখ ৫০ হাজার ৩৬৪ জন। করোনায় মৃতদের মধ্যে ঢাকা বিভাগের ১ জন, চট্টগ্রাম বিভাগের ৪ জন, রাজশাহী বিভাগের ১ জন এবং রংপুর বিভাগের ১ জন। গত ২৪ ঘণ্টায় খুলনা, সিলেট, বরিশাল ও ময়মনসিংহ বিভাগে করোনায় কারও মৃত‌্যুর খবর পাওয়া যায়নি।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত একদিনে ২৩ হাজার ৬২৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা করা হয় ২৩ হাজার ৪৩৫টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৪ দশমিক ৮৬ শতাংশ বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বিএনএনিউজ/আরকেসি

 

Loading


শিরোনাম বিএনএ