28 C
আবহাওয়া
৭:১২ পূর্বাহ্ণ - জুন ৯, ২০২৩
Bnanews24.com
Home » সুপ্রিমকোর্টের অনিয়ম ও দুর্নীতি অনুসন্ধানে কমিটি গঠন

সুপ্রিমকোর্টের অনিয়ম ও দুর্নীতি অনুসন্ধানে কমিটি গঠন


বিএনএ, ঢাকা্ ( আদালত প্রতিবেদক) : দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের উভয় বিভাগের (হাইকোর্ট ও আপিল) অনিয়ম ও দুর্নীতি অনুসন্ধানের জন্য কমিটি গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) তিনি এ কমিটি গঠন করেছেন বলে সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার সাইফুর রহমান গণমাধ্যমকে জানিয়েছেন।

হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার (সার্বিক) মো. আবদুর রহমান এবং ডেপুটি রেজিস্ট্রার (অর্থ ও উন্নয়ন) মো. মিজানুর রহমানকে এ কমিটির দায়িত্ব দেওয়া হয়েছে।

সম্প্রতি এক সংবর্ধন অনুষ্ঠানে নবনিযুক্ত প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ‘দুর্নীতির বিষয়ে জিরো টলারেন্স’ ঘোষণা দিয়েছিলেন। এরইমধ্যে তিনি কমিটিও গঠন করলেন।

বিএনএ নিউজ/ এসবি,ওজি

Total Viewed and Shared : 18 


শিরোনাম বিএনএ