বিএনএ,সাভার: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশনের ৮১ পদাতিক ব্রিগেডের সার্বিক ব্যবস্থাপনায় ঢাকার ধামরাইয়ে গরিব ও দুস্থদের মাঝে স্বাস্থ্য সেবা ও শীতবস্ত্রসহ ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (৬ জানুয়ারি) সকাল ৯টা থেকে বেলা ৪টা পর্যন্ত উপজেলার সানোড়া ইউনিয়নের ভালুম আতাউর রহমান খান স্কুল এন্ড কলেজ মাঠে এ আয়োজন করা হয়।
এসময় বিনামূল্যে ফ্রি মেডিকেল ক্যাম্পের আওতায় দুই শতাধিক রোগীকে স্বাস্থ্যসেবা দেয়া হয়। চিকিৎসা সেবার পাশাপাশি ত্রাণসামগ্রী, শীতবস্ত্র, ঔষধ বিতরণ, চেকআপ ও প্রয়োজনীয় পরামর্শ দেয়া হয়।
১১ ফিল্ড অ্যাম্বুলেন্সের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফখরুল আলমের আয়োজনে এবং মেজর মোহাম্মদ জামাল উদ্দিনের পরিচালনায় সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে স্বাস্থ্য সেবা ক্যাম্পে সেবা প্রদান করেন এফসিপিএস মেডিসিন বিশেষজ্ঞ লেফটেন্যান্ট কর্নেল শরীফ মোহাম্মদ রেজাউল মাসুদ, এফসিপিএস (গাইনী ও অবস) লেফটেন্যান্ট কর্নেল কাওসার জাহান, এফসিপিএস (চক্ষু বিশেষজ্ঞ) লেফটেন্যান্ট কর্নেল এ কে এম রাশেদ-উল-হাসান, শল্য বিশেষজ্ঞ মেজর দেওয়ান রাব্বানী শরীফ, এফসিপিএস মেজর মোহাম্মদ এনামুল হক, নাক কান গলা বিশেষজ্ঞ মেজর নুজহাত নুয়েরী ইসলাম।
সূত্র জানায়, প্রতিবছরের মতো এবছরও সেনাবাহিনী শীতার্ত মানুষের মধ্যে চিকিৎসা সেবা, শীতবস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে। দেশের বিভিন্ন জেলায় এই বিতরণ কার্যক্রম চলমান রয়েছে।
বিএনএ/ ইমরান খান.ওজি