22 C
আবহাওয়া
৮:৪০ অপরাহ্ণ - ডিসেম্বর ২৭, ২০২৪
Bnanews24.com
Home » কিংবদন্তি ফুটবলার বেল মারা গেছেন

কিংবদন্তি ফুটবলার বেল মারা গেছেন

বেল

খেলাধুলা ডেস্ক: ম্যানচেস্টার সিটির কিংবদন্তি খেলোয়াড় কলিন বেল মাা গেছেন। মৃত্যুকালে তার বয়েস হয়েছিল ৭৪ বছর। অল্প দিনের অসুস্থতায় তিনি মারা যান।

ইংল্যান্ডের এই মিডফিল্ডার ১৯৬৬ থেকে ১৯৭৯ সাল পর্যন্ত সিটির হয়ে ৫০১টি ম্যাচ খেলেছেন। এই সময়ে গোল করেন ১৫৩টি। দেশের হয়ে জেতেন ৪৮টি ম্যাচ।

বেলের মৃত্যুতে শোক প্রকাশ করে সিটি বিবৃতিতে বলেছে, ‘সিটির হয়ে এমন অর্জন হাতেগোনা কয়েক জন খেলোয়াড়ের আছে।’

বেলের সম্মানে সিটির মাঠে একটি স্ট্যান্ড করা হয় ২০০৪ সালে। সমর্থকদের ভোটে এই স্ট্যান্ড নির্মাণের সিদ্ধান্ত নেয়া হয়।

সিটির চেয়ারম্যান খালদুন আল মোবারক বিবৃতিতে বলেছেন, ‘কলিন বেল ম্যানচেস্টার সিটির অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে আমাদের স্মরণে থাকবেন। তার চলে যাওয়া ক্লাবের সবাইকে ব্যথিত করেছে।

বিএনএ/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ