বিএনএ,ঢাকা: রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদকদ্রব্য সহ ২৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন অপরাধ বিভাগ।
সোমবার (০৪ নভেম্বর) সকাল ৬টা থেকে মঙ্গলবার (০৫ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
ডিএমপি জানায়, গ্রেপ্তারের সময় তাদের হেফাজত থেকে ৮৬০ গ্রাম গাঁজা, ৯০৮৫ পিস ইয়াবা ও ১১.৭৫ লিটার দেশি মদ উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১২টি মামলা রুজু হয়েছে।
বিএনএনিউজ/ আরএস