30 C
আবহাওয়া
৪:৫০ পূর্বাহ্ণ - মে ২, ২০২৪
Bnanews24.com
Home » বার্নিকাটের গাড়ির বহরে হামলা: বদিউল আলমের শ্যালক গ্রেপ্তার

বার্নিকাটের গাড়ির বহরে হামলা: বদিউল আলমের শ্যালক গ্রেপ্তার


বিএনএ, ঢাকা : সাবেক মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের গাড়ির বহরে হামলার ঘটনায় সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদারের শ্যালক ইসতিয়াক মাহমুদকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৪ অক্টোবর) রাত ৯টার দিকে মোম্মদপুরের খিলজী রোডের বাড়ি থেকে গ্রেপ্তার করে।

মামলার অভিযোগ অনুযায়ী, ওই হামলায় অন্যান্য দুর্বৃত্তের সঙ্গে ইশতিয়াক মাহমুদও জড়িত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার মৃত্যুঞ্জয় দে।

তিনি বলেন, তাকে মোহাম্মদপুরের খিলজী রোডের অফিসের সামনে থেকে গ্রেপ্তার করা হয়।

পাঁচ বছর আগে ঢাকায় তৎকালীন মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। সেই মামলায় সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদারের শ্যালক মোহাম্মদ ইশতিয়াক মাহমুদকে গ্রেফতার করেছে পুলিশ। বদিউল আলম ওই মামলার বাদী।

উল্লেখ্য, বুধবার দুপুরে ঢাকার সিএমএম আদালতে মামলায় পুলিশের দেওয়া অভিযোগপত্র আমলে নেন। একই সঙ্গে ৯ আসামির মধ্যে ইশতিয়াক মাহমুদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার নির্দেশ দেন।

বিএনএনিউজ/এইচ.এম।

 

 

 

Loading


শিরোনাম বিএনএ