30 C
আবহাওয়া
২:২১ অপরাহ্ণ - সেপ্টেম্বর ২৩, ২০২৩
Bnanews24.com
Home » লোহাগাড়ায় জামছড়ি খালে মিলল বৃদ্ধের মরদেহ!

লোহাগাড়ায় জামছড়ি খালে মিলল বৃদ্ধের মরদেহ!

লোহাগাড়ায় জামছড়ি খালে মিলল বৃদ্ধের মরদেহ!

বিএনএ, লোহাগাড়া (চট্টগ্রাম): চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা-পদুয়ার সীমান্তবর্তী এলাকায় জামছড়ি খাল থেকে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ ও লোহাগাড়া ফায়ার সার্ভিস। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। তবে বৃদ্ধের নাম-ঠিকানা এখনো জানা সম্ভব হয়নি।

স্থানীয় সুত্রে জানা গেছে, উপজেলার চরম্বায় জামছড়ি খালে মঙ্গলবার দুপুর ২টার দিকে স্থানীয়রা ভাসমান অবস্থায় এক বৃদ্ধের মরদেহ দেখতে পেয়ে থানা পুলিশকে অবহিত করা হয়।

আরও পড়ুন: বঙ্গবন্ধু টানেলে বদলে যাচ্ছে আনোয়ারা

স্থানীয় এলাকার বাসিন্দা শহিদুল ইসলাম জানান, দুপুরে বড়শী নিয়ে জামছড়ি খালে মাছ ধরতে গিয়েছিলাম হঠাৎ খালের মাঝখানে আটকানো অবস্থায় বৃদ্ধের মরদেহটি দেখি। পরে থানা পুলিশকে খবর দিই।

লোহাগাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. সাইফুল ইসলাম জানান, মরদেহ ভেসে আসছে তিন-চারদিনের মত হবে। মরদেহের শরীরে পঁচন দেখা দিয়েছে। মরদেহটি উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য মর্গে প্রেরণ করা হবে। ময়নাতদন্ত শেষে বিস্তারিত আরও জানা যাবে বলেও তিনি জানান।

লোহাগাড়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা রুবেল আলম জানান, মরদেহটি উদ্ধার করে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিএনএনিউজ/রায়হান সিকদার,বিএম

Total Viewed and Shared : 1493 


শিরোনাম বিএনএ