28 C
আবহাওয়া
৫:০৮ পূর্বাহ্ণ - অক্টোবর ১, ২০২৩
Bnanews24.com
Home » সিভাসুতে ভেটেরিনারি চিকিৎসায় দেশের প্রথম ল্যাপারোস্কোপিক সার্জারি

সিভাসুতে ভেটেরিনারি চিকিৎসায় দেশের প্রথম ল্যাপারোস্কোপিক সার্জারি


বিএনএ, চট্টগ্রাম : ভেটেরিনারি চিকিৎসায় দেশের প্রথম ল্যাপারোস্কোপিক সার্জারি সম্পন্ন হলো চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু)। একটি কুকুরের চিকিৎসায় ল্যাপারোস্কোপিক সার্জারির মাধ্যমে দেশে এ ধরনের চিকিৎসার সূচনা হলো।

সিভাসু সূত্র জানায়, বর্তমান বিশ্বের অত্যন্ত সমাদৃত ও আধুনিক সাজার্রি পদ্ধতিগুলোর মধ্যে অন্যতম হলো ল্যাপারোস্কোপিক সার্জারি। আর এই সার্জারি সফলভাবে সম্পন্ন করতে সক্ষম হয়েছেন চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) মেডিসিন ও সার্জারি বিভাগের প্রফেসর ড. বিবেক চন্দ্র সূত্রধর।

প্রফেসর ড. সূত্রধর ও তাঁর দল সম্প্রতি সিভাসু’র ভেটেরিনারি ক্লিনিক্সের আওতাধীন এসএ কাদেরী টিচিং ভেটেরিনারি হাসপাতালে একটি কুকুরের ল্যাপারোস্কোপিক সার্জারি সফলভাবে সম্পন্ন করেন।

প্রফেসর ড. বিবেক চন্দ্র সূত্রধর বলেন, ল্যাপারোস্কোপিক সার্জারিকে ‘মিনিম্যালি ইনভেসিভ সার্জারি বা কিহোল সার্জারিও’ বলা হয়ে থাকে। এটি একজন সার্জন জেনারেল অ্যানেসথেসিয়ার মাধ্যমে সম্পাদন করেন। এটি প্রচলিত সার্জারি পদ্ধতিগুলোর তুলনায় সহজ। এতে কম কাটাছেঁড়া করতে হয় এবং প্রাণী দ্রুত সেরে ওঠে।

বিএনএনিউজ/এইচ.এম।

Total Viewed and Shared : 157 


শিরোনাম বিএনএ