29 C
আবহাওয়া
১০:৩৭ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ২৭, ২০২৩
Bnanews24.com
Home » আশুগঞ্জে ইজারাদারকে রাজস্ব আদায়ে বাঁধার অভিযোগ

আশুগঞ্জে ইজারাদারকে রাজস্ব আদায়ে বাঁধার অভিযোগ

আশুগঞ্জে ইজারাদারকে রাজস্ব আদায়ে বাঁধার অভিযোগ

বিএনএ ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সরকারি রাজস্ব আদায়ে বাঁধা দেয়ার অভিযোগ করেছেন এক ইজারাদার। রোববার (৫ সেপ্টেম্বর)  আশুগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন ইজারাদার মহিউদ্দিন মোল্লা।

মহিউদ্দিন মোল্রা বলেন, টেন্ডারের মাধ্যমে ১০ মাসের জন্য আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেডের ডিসচার্জ ওয়াটার চ্যানেল-১ এর পুর্ব পাশ হতে তাজপুর মৌজার কালাসুতা খালের পশ্চিম পাশ পর্যন্ত ঘাটের ইজারা পান তিনি। সর্বোচ্চ দরদাতা হয়ে ইজারা বুঝে নেয়া হয়। এর পর থেকেই  টেন্ডারে অংশ নেয়া কয়েকটি প্রতিষ্ঠানের মালিক ইজারাকৃত এলাকায় রাজস্ব আদায় করতে বাধা দিচ্ছে। পাশাপাশি তারা এ ব্যাপারে অপপ্রচার চালিয়ে যাচ্ছে বলেও জানান তিনি।

সরকারি নির্দেশনা মেনে রাজস্ব আদায় করছেন-জানিয়ে মহিউদ্দিন মোল্লা বলেন,  কারো কাছ থেকে বেশি টাকা নেয়া হচ্ছে না। তারপরেও ইজারা না পাওয়া কয়েকজন অপপ্রচার চালিয়ে যাচ্ছে। ইতোমধ্যে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে আশুগঞ্জ  পুর্ব বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি নজরুল ইসলাম খান, সাধারণ সম্পাদক ইমরান মোল্লা, যুবলীগ নেতা মনির হোসেন, বাবুল আহমেদ, মোর্শেদ খান, রফিকুল ইসলামসহ আরও অনেকে  উপস্থিত ছিলেন।

বিএনএনিউজ/গোলাম সরোয়ার,আরকেসি

Total Viewed and Shared : 134 


শিরোনাম বিএনএ