29 C
আবহাওয়া
১১:১৩ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ২৭, ২০২৩
Bnanews24.com
Home » নিশিকোরিকে হারিয়ে চতুর্থ রাউন্ডে জকোভিচ

নিশিকোরিকে হারিয়ে চতুর্থ রাউন্ডে জকোভিচ

নিশিকোরিকে হারিয়ে চতুর্থ রাউন্ডে জকোভিচ

বিএনএ,স্পোর্টসডেস্ক : ইউএস ওপেনের তৃতীয় রাউন্ডে জাপানের কেই নিশিকোরিকে হারিয়ে চতুর্থ রাউন্ডে উঠে গেল নোভাক জকোভিচ। রোববার(৫ সেপ্টেম্বর) নিউ ইয়র্কের ফ্লাশিং মিডোসে খেলাটি অনুুষ্ঠিত হয়েছে । পুরুষ এককে রেকর্ড ২১ তম গ্র্যান্ড স্লামে দিকে একটু একটু করে এগিয়ে যাচ্ছে এই সার্বিয়ান। এই নিয়ে নিশিকোরিকে ১৭ বার হারাল ৩৪ বছর বয়সি এই খেলোয়াড়।

প্রথম সেট হেরে যায় জকোভিচ। এরপর ঘুরে দাঁড়িয়ে ৬-৭ (৪-৭), ৬-৩, ৬-৩, ৬-২ গেমে ম্যাচ জিতে নেন তিনি।

চতুর্থ রাউন্ডে যুক্তরাষ্ট্রের জেনসন ব্রুক্সবির বিপক্ষে টেনিস কোর্টে নামবে  জোকোভিচ।

বিএনএ/এমএম

Total Viewed and Shared : 136 


শিরোনাম বিএনএ