25 C
আবহাওয়া
৯:৫২ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১৪, ২০২৪
Bnanews24.com
Home » আন্দোলনে শহীদদের জাতীয় বীর ঘোষণা করা হবে: নাহিদ

আন্দোলনে শহীদদের জাতীয় বীর ঘোষণা করা হবে: নাহিদ


বিএনএ, ঢাকা : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম বলেছেন, কোটা সংস্কার ও সরকার পতনের আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের জাতীয় বীর হিসেবে ঘোষণা করা হবে। সোমবার (৫ আগস্ট) সন্ধ্যায় একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে এ কথা জানিয়েছেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, আন্দোলনের নামে আমাদের ছাত্র-নাগরিক অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের আমরা জাতীয় বীর হিসেবে ঘোষণা করবো। আন্দোলনে যারা অংশ নিয়েছেন, আহত হয়েছেন এ বিজয় আমরা তাদের উদ্দেশ্যে উৎসর্গ করছি।

এসময় সমন্বয়ক আসিফ মাহমুদ বলেন, রাজপথ থেকেই চূড়ান্ত বিজয় ঘোষণা করা হবে। খোলা রাজপথ থেকেই আন্দোলন হয়েছে, রাজপথেই আমাদের প্রাথমিক বিজয় হয়েছে এবং সেখান থেকেই চূড়ান্ত বিজয় ঘোষণা করতে চাই।

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্য অন্যতম সমন্বয়করা উপস্থিত ছিলেন।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ