29 C
আবহাওয়া
১০:১৬ পূর্বাহ্ণ - মে ৪, ২০২৪
Bnanews24.com
Home » বিএম ডিপো থেকে আরও একজনের দেহাবশেষ উদ্ধার

বিএম ডিপো থেকে আরও একজনের দেহাবশেষ উদ্ধার


বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনার একমাস পর সেখান থেকে আরও একজনের দেহাবশেষ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারের পরে নতুন একজনকে মৃত ধরেই হিসাব করছে পুলিশ। অর্থাৎ এ নিয়ে ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনায় মোট ৫০ জনের মৃত্যু হলো।

সোমবার (৪ জুলাই) বিকাল ৪টার দিকে একটি শেডের দেয়াল অপসারণের সময় মরদেহটি উদ্ধার করা হয়।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, বিএম ডিপোর ভেতরে একটি টিনশেড পরিষ্কার করতে গিয়ে একজনের দেহাবশেষ পাওয়া গেছে। শরীরের পুড়ে যাওয়া অংশবিশেষসহ মাথার খুলি পাওয়া যায়। এ নিয়ে ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনায় মোট ৫০ জন নিহত হয়েছেন। দেহাবশেষটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ডিএনএ টেস্ট করার পর পুরোপুরি নিশ্চিত হওয়া যাবে।

উল্লেখ্য, গত ৫ জুন রাত সোয়া ৯টার দিকে বিএম কনটেইনার ডিপোতে আগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের কর্মীদের আগুন নেভানোর চেষ্টার মধ্যে ঘণ্টা দুয়েকের মাথায় রাসায়নিকের কনটেইনারে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। প্রায় ৮৪ ঘণ্টার চেষ্টায় এই আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এ ঘটনায় এর আগে ওই ডিপো থেকে ৪৯ জনের মরদেহ উদ্ধারের কথা জানানো হয়েছিল আহত হয় দুই শতাধিক মানুষ।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ