14 C
আবহাওয়া
১১:১২ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৩, ২০২৫
Bnanews24.com
Home » চট্টগ্রামে কতটি প্রাইভেট কন্টেইনার ডিপো রয়েছে

চট্টগ্রামে কতটি প্রাইভেট কন্টেইনার ডিপো রয়েছে

বিএম কন্টেইনার ডিপো

চট্টগ্রাম:  চট্টগ্রাম বন্দরে যানজট ও কন্টেইনার জট কমাতে সরকার বেসরকারি খাতে প্রাইভেট কন্টেইনার ডিপো( আইসিডি) বা অফডক স্থাপনের অনুমতি দেয়।

বন্দর এলাকার বাইরে স্থাপিত  এ সব ডিপোতে আমদানিকৃত মালামাল বোঝাই কন্টেইনার থেকে মালামাল ডেলিভারি গ্রহণ, কন্টেইনারে রপ্তানী পণ্য বোঝাইয়ের সুবিধা রয়েছে। সেখান থেকে কন্টেইনার জাহাজের সিডিউল অনুযায়ি বন্দরের জেটিতে নেয়া হয়।

বেসরকারি খাতের যোগ্য অপারেটররা সিএফএস/আইসিডি হিসেবে লাইসেন্সপ্রাপ্ত হয় যাতে তারা নির্বাচিত কম ঝুঁকিপূর্ণ আমদানি আইটেম এবং খালি পাত্রে সংরক্ষণ করে, এবং কাস্টমস ক্লিয়ারেন্সের আনুষ্ঠানিকতা পরিচালনা করে এবং আমদানি চালানের নির্বাচিত বিভাগগুলির আনস্টাফিং/ডেলিভারির অনুমতি দেয়। এই বেসরকারী আইসিডি/সিএফএসগুলির জন্য জাতীয় রাজস্ব বোর্ড (কাস্টমস হাউস), নৌপরিবহন মন্ত্রণালয়, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, পরিবেশ অধিদপ্তর এবং অন্যান্য প্রাসঙ্গিক সরকারী সংস্থার কাছ থেকে অনুমতি নিতে হয়।

চট্টগ্রামে কতটি প্রাইভেট কন্টেইনার ডিপো রয়েছে

চট্টগ্রাম শহরে ১৬টি প্রাইভেট ডিপো বা আইসিডি রয়েছে। সেগুলো হল:

০১. এছাক ডিপো

০২. চিটাগাং কন্টেইনার ট্রান্সপোরটেশন কো.লি.(সিসিটিএল)

০৩. কে এন্ড টি লজিস্টিকস

০৪. কিউ এনএস কন্টেইনার সার্ভিসেস লি.

০৫. ওশান কন্টেইনার লিমিটেড(ওসি এল ডিপো)

০৬. ভারটেক্স অফডট লজিস্টিক সার্ভিসেস লি.

০৭. শফি মোটরস লিমিটেড

০৮. বিএম কন্টেইনার ডিপো লিমিটেড

০৯. পোর্টলিংক লজিস্টিক সেন্টার লি.

১০. সামিট অ্যালায়েনাস পোর্ট লিমিটেড( ইস্ট এন্ড ওয়েস্ট)।

১১. কেডিএস লজিস্টিক লি.

১২. ইনকনট্রেড লি.

১৩. গোল্ডেন কন্টেইনারস লি.

১৪. ইস্টার্ণ লজিস্টিক লিমিটেড

১৫. হাজী সাবের আহমেদ টাইমার কোং লি.

১৬. বে লিং কন্টেইনার্স লি.

চট্টগ্রাম বন্দরের এক পরিসংখ্যানে দেখা যায়, ২০২০-২১অর্থবৎসরে চট্টগ্রাম বন্দরে ২৭লাখ ৬৮হাজার ১৮৪টিউস(TEUS) কন্টেইনার মালামাল আমদানী রপ্তানী হয়েছে। এত বিপুল সংখ্যক কন্টেইনার সামলানো চট্টগ্রাম বন্দরের একার পক্ষে সম্ভব হয় না। বন্দরে সবসময় কন্টেইনার জট লেগেই থাকতো। সে কারণে প্রাইভেট ডিপোর প্রয়োজনীতা দেখা দেয়।

আরও পড়ুন :

বিএম ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ড

সর্বোচ্চ চিকিৎসা ও ক্ষতিপূরণ প্রদান করা হবে-মুজিবুর রহমান

বিএনএনিউজ২৪,এসজিএন

Loading


শিরোনাম বিএনএ