32 C
আবহাওয়া
২:২০ অপরাহ্ণ - জুন ১৭, ২০২৪
Bnanews24.com
Home » নারায়ণগঞ্জে বয়লার বিস্ফোরণ: নিহত বেড়ে ৪ জন

নারায়ণগঞ্জে বয়লার বিস্ফোরণ: নিহত বেড়ে ৪ জন


বিএনএ, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় রহিমা স্টিল মিলে বয়লার বিস্ফোরণে দগ্ধ আলমগীর হোসেন(৩৩) নামে আরও এক যুবকের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪ জনে।বিস্ফোরণের এ ঘটনায় চিকিৎসাধীন আরও ৩ জন। তারা হলেন- মো. রাব্বি (৩৫), মো. ইব্রাহিম (৩৫), মো. জুয়েল (৩৫)।

বৃহস্পতিবার (৪ মে) বিকেল ৪টার দিকে বিস্ফোরণের এ ঘটনা ঘটে। দগ্ধ অবস্থায় ৭ জনকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।

তাদের মধ্যে শংকর (৪০) নামে একজনের মৃত্যু হয় ওই দিনই। এছাড়া মো. ইলিয়াস (৩৫) নামের আরও একজনের মৃত্যু হয় বৃহস্পতিবার (৪ মে) রাতে।শুক্রবার সকালে নিয়ন (২০) নামে আরও একজনের মৃত্যু হয়।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ