28 C
আবহাওয়া
২:০৫ পূর্বাহ্ণ - জুলাই ২, ২০২৫
Bnanews24.com
Home » দিনে চালক, রাতে চোর! কর্ণফুলীতে পুলিশের জালে কালাম

দিনে চালক, রাতে চোর! কর্ণফুলীতে পুলিশের জালে কালাম

দিনে চালক, রাতে চোর! কর্ণফুলীতে পুলিশের জালে কালাম

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের কর্ণফুলীতে চোরাই সিএনজি অটোরিকশাসহ মো. আবুল কালাম (৩৩) নামে একাধিক মামলার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৪ এপ্রিল) গভীর রাতে উপজেলার সিডিএ টেক এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি চোরাই সিএনজি উদ্ধার করা হয়।

গ্রেপ্তার আবুল কালাম চট্টগ্রামের পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মোল্লাপাড়া এলাকার বাসিন্দা। তিনি পেশায় একজন সিএনজি চালক হলেও দীর্ঘদিন ধরে চোরাই সিএনজি কেনাবেচার সঙ্গে জড়িত ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ।

ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শিকলবাহা পুলিশ ফাঁড়ির আইসি এসআই মো. মিজানুর রহমানের চালানো অভিযানে কালামকে হাতেনাতে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে সে জানায়, চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে চোরাই সিএনজি সংগ্রহ করে সেগুলো বিক্রি করত। তার বিরুদ্ধে পটিয়া, সাতকানিয়া ও সীতাকুণ্ডসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

আটকের পর তার বিরুদ্ধে কর্ণফুলী থানায় আরও একটি মামলা দায়ের করে শনিবার আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি মুহাম্মদ শরীফ।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার জাকির হোসেন সাময়িক বরখাস্ত রাতের ভোটের দায় স্বীকার করে নূরুল হুদার জবানবন্দি লায়ন্স ক্লাব অব ডায়মন্ড সিটির প্রেসিডেন্ট আলাউদ্দিন, সেক্রেটারি ইয়াসীন হীরা রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ১ হাজার ৯৯৫ মামলা এক লাখ ১০ হাজার মেট্রিক টন সার কিনবে সরকার রাষ্ট্রের সংস্কারের পাশপাশি জনগণের ভাগ্যের পরিবর্তন চায় বিএনপি: মোস্তাফিজুর রহমান লায়ন্স ক্লাব অব ডায়মন্ড সিটির প্রেসিডেন্ট আলাউদ্দিন, সেক্রেটারি ইয়াসীন হীরা সাবেক ডিআইজিসহ ৩ পুলিশ কর্মকর্তা বরখাস্ত ভারতে রাসায়নিক কারখানায় বিস্ফোরণে নিহত বেড়ে ৩৬ ৪৮তম বিশেষ বিসিএস পরীক্ষা ১৮ জুলাই