19 C
আবহাওয়া
৮:৩২ পূর্বাহ্ণ - ডিসেম্বর ৪, ২০২৪
Bnanews24.com
Home » ব্রাজিল যাবে ১১ কিশোর ফুটবলার

ব্রাজিল যাবে ১১ কিশোর ফুটবলার

ব্রাজিল যাবে ১১ কিশোর ফুটবলার

বিএনএ, ঢাকা: ২০১৮ সালে বিশ্বকাপের সময় বাংলাদেশের আকাশে ব্রাজিলের পতাকা দেখে রোমাঞ্চিত হয়েছিলেন ঢাকায় নিযুক্ত ব্রাজিলীয় রাষ্ট্রদূত জোয়াও তাবাজারা দি অলিভিয়েরা জুনিয়র।

তার দেশের প্রতি বাংলাদেশের ফুটবল ভক্তদের ভালোবাসা দেখে মুগ্ধ হন তিনি। তখন বাংলাদেশের ফুটবলের জন্য কিছু করার তাগাদা অনুভব করেন তিনি। তাঁর সহযোগিতা এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের চেষ্টায় দ্বিতীয়বারের মতো ব্রাজিলে অনুশীলন করতে যাচ্ছে বাংলাদেশের কিশোর ফুটবলাররা।

২০১৯ সালে প্রথমবারের মতো ব্রাজিলের সোসিয়াদে স্পোরটিভা ডো গামা ক্লাবের অধীনে এক মাসের অনুশীলন করার সুযোগ পেয়েছিল বাংলাদেশের ৪ ফুটবলার। তারপর করোনার জন্য ব্রাজিল যাওয়া বন্ধ ছিল।

তবে করোনা সংক্রমণ কমে যাওয়ায় এবার ১১ কিশোর ফুটবলার দুই মাসের অনুশীলনের জন্য যাচ্ছে ব্রাজিলে। সেই দলে একজন গোলকিপার, ৪ ডিফেন্ডার ও ৩ জন করে মিডফিল্ডার ও ফরোয়ার্ড রাখা হয়েছে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্ট থেকে ৪০ জন খেলোয়াড় বাছাই করা হয়। তাঁদের নিয়ে বিকেএসপিতে হয়েছে দুই মাসের ক্যাম্প। সেখান থেকেই সেরা ১১ জন খেলোয়াড়কে দেয়া হয়েছে ব্রাজিলের টিকিট।

আগামী মে মাসে ব্রাজিলে যাওয়ার কথা রয়েছে তাদের। তবে এবার কোন ক্লাবের অধীনে অনুশীলন হবে, তা এখনো চূড়ান্ত হয়নি।

ব্রাজিল যাবে ১১ কিশোর…

মেহেদি হাসান (কুমিল্লা), রনি মিয়া (হবিগঞ্জ), ইয়াসিন আরাফাত (খুলনা), নয়ন হোসেন (যশোর), আবির হাসান (রাজশাহী), অনিক দেববর্মা (হবিগঞ্জ), পাভেল বাবু (গাইবান্ধা), শঙ্কর বাকতি (হবিগঞ্জ), লিয়ন প্রধান (রংপুর), সাব্বির হোসেন (খুলনা), ইমন হোসেন (নাটোর)।

অতিরিক্ত ৪ খেলোয়াড় জিসান শেখ (রাজশাহী), মোস্তাকিম আলী (কুড়িগ্রাম), রিপন হোসেন (খুলনা), নিবাস কুজুর (রাজশাহী)।

বিএনএ/ এ আর

Loading


শিরোনাম বিএনএ
দ.কোরিয়ায় সামরিক আইন জারি, আবার প্রত্যাহার, লংকাকান্ড সাভারে পাঁচ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা ইফার দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের সিদ্ধান্ত আ’লীগ আমলে রাজনৈতিক হয়রানিমূলক মামলার তালিকা চেয়ে আইন মন্ত্রণালয়ের চিঠি ‘স্মার্ট কেস ম্যানেজমেন্ট সিস্টেম’ বিষয়ক কর্মশালা শুরু নতুন উপকূলীয় গ্যাস অনুসন্ধানেও বিনিয়োগ করবে শেভরন ২০৫০ সালের মধ্যে বাংলাদেশের এক-তৃতীয়াংশ ভূমি হারিয়ে যেতে পারে প্রতিবন্ধীদের সমাজের মূল ধারায় সম্পৃক্ত করতে কাজ করছে সরকার আইএলও কনভেনশন বাস্তবায়নে বাংলাদেশের পরিষ্কার রোডম্যাপ আছে--বাণিজ্য উপদেষ্টা সেন্টমার্টিনকে বর্জ্য মুক্ত করতে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ