15 C
আবহাওয়া
১০:১২ অপরাহ্ণ - জানুয়ারি ২, ২০২৫
Bnanews24.com
Home » পেছালো কুমিল্লা সিটির ভোট

পেছালো কুমিল্লা সিটির ভোট

পেছালো কুমিল্লা সিটির ভোট

বিএনএ, ঢাকামেয়াদ শেষ হলেও তার মধ্যে হচ্ছে না কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন। আগামী ১৬ মে শেষ হচ্ছে বর্তমান পর্ষদের মেয়াদ। এর মধ্যেই নির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা থাকলেও নির্বাচন কমিশন বলছে ভোট হবে জুন মাসে।

মঙ্গলবার (৫ এপ্রিল) বর্তমান কমিশনের প্রথম কমিশন সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকার।

ইসি সচিব বলেন, চলতি মাসের শেষের দিকে কমিশনের দ্বিতীয় সভায় সিটি করপোরেশন, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। কুমিল্লা সিটি নির্বাচন করা হবে আগামী ২০ জুনের মধ্যে।

বলেন, নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন না হলে সেখানে মেয়র দায়িত্ব পালন করবেন নাকি প্রশাসক বসবেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এই বিষয়টি স্থানীয় সরকার মন্ত্রণালয় দেখবে। স্থানীয় সরকার মন্ত্রণালয় চাইলে প্রশাসক বসাতে পারে।

সিটি করপোরেশন গঠনের পর থেকে কুমিল্লায় মেয়র পদে রয়েছেন মনিরুল হক সাক্কু। গত নির্বাচনে এই সিটিতে ১০৩টি কেন্দ্র ছিল। আর ভোটার ছিল ২ লাখ ৭ হাজার ৫৬৬ জন।

বিএনএ/ এ আর

Loading


শিরোনাম বিএনএ