16 C
আবহাওয়া
৬:০৩ পূর্বাহ্ণ - জানুয়ারি ৫, ২০২৫
Bnanews24.com
Home » মোংলা বন্দরে ২ বাণিজ্যিক জাহাজের সংঘর্ষ

মোংলা বন্দরে ২ বাণিজ্যিক জাহাজের সংঘর্ষ

মোংলা বন্দরে ২ বাণিজ্যিক জাহাজের সংঘর্ষ

বিএনএ, খুলনা: খুলনার মোংলা বন্দরে পণ্যবোঝাই দুই বাণিজ্যিক জাহাজের সংঘর্ষ হয়েছে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে বাংলাদেশি জাহাজের ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার (৫ এপ্রিল) দুপুরে হারবাড়িয়া ৮নং অ্যাংকারেজ বয়া এলাকায় নোঙর ছিঁড়ে একটি অন্যটির ওপর পরড়ে এ সংঘর্ষ হয়।বিষয়টি নিশ্চিত করেন মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার শেখ ফখর উদ্দিন।

তিনি জানান, বিদেশি জাহাজ এমভি গ্রেট রয়েল জোয়ারে ঘুরে যাওয়ার সময় পাশে নোঙর করা বাংলাদেশি জাহাজ এমভি ফাতেমা জাহানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে তেমন কোনো ক্ষতি হয়নি। তবে ফাতেমা জাহানের রেলিং কিছুটা নষ্ট হয়েছে। খবর পেয়ে বন্দরের উদ্ধারকারী জাহাজ গিয়ে দ্রুত ফ্লাইয়াসবোঝাই জাহাজটিকে সরিয়ে নেওয়া হয়েছে।

বন্দর সূত্র জানায়, গতকাল সোমবার (৪ এপ্রিল) মোংলা বন্দরের হারবাড়িয়া ৮নং বয়ায় নোঙর করে বিদেশ থেকে পাথরবোঝাই করে আসা বাংলাদেশি জাহাজ ‘এমভি ফাতেমা’। এ ছাড়া একই এলাকার ৭নং অ্যাংকারেজ বয়ায় নোঙর করে সিমেন্ট তৈরির কাঁচামালবোঝাই (ফ্লাইয়াস) পানামা পতাকাবাহী বিদেশি জাহাজ এমভি গ্রেট রয়েল। আজ (মঙ্গলবার) দুপুরে জোয়ারে সময় গ্রেট রয়েল জাহাজটি নোঙর ছিঁড়ে ফাতেমা জাহানের সঙ্গে সংঘর্ষ হয়।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ