25 C
আবহাওয়া
৩:০৭ অপরাহ্ণ - ডিসেম্বর ৭, ২০২৪
Bnanews24.com
Home » ইরানি পরিচালকের ছবিতে জয়া আহসান

ইরানি পরিচালকের ছবিতে জয়া আহসান

জয়া

বিএনএ বিনোদন ডেস্ক: মডেল, অভিনেত্রী জয়া আহসান গ্ল্যামার আর অভিনয় দক্ষতা দিয়ে দর্শক সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন। দুই বাংলায় নিয়মিত কাজ করছেন এই অভিনেত্রী। এবার ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম পরিচালিত নতুন সিনেমায় অভিনয় করছেন তিনি। কয়েকদিন ধরেই নির্মাতা ও তার টিম চষে বেড়াচ্ছে রাজধানীর নিউ মার্কেট, যমুনা ফিউচার পার্কের কিছু স্থানসহ বসুন্ধরার সোলমাইদ এলাকা।

গোপনীয়তা অবলম্বন করলেও শ্যুটিংয়ের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ছবিতে দেখা গেছে, জয়া বস্তিতে বসবাসকারীর পোশাকে সেজে রিকশায় চড়ে ঘুরছেন। কোলে একটি বাচ্চা মেয়ে। এছাড়া তার পাশে রিকিতা নন্দিনী শিমুও আছেন।

খবর ছড়িয়েছে, সিনেমাটির নাম ‘ফেরেশতে’। কিন্তু ‘সিএনজি’ শিরোনামের একটি সিনেমার শ্যুটিংয়ের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় মুর্তজা অতাশ জমজম ও তার ইউনিটকে অনুমতি দিয়েছে। তাই সিনেমার নাম নিয়ে ধোঁয়াশা থেকে যাচ্ছে।

এই ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন জয়া। ঢাকার বিভিন্ন এলাকায় ২০ দিন শ্যুটিং চলবে বলে জানা গেছে। বেশিরভাগ দৃশ্যের শ্যুটিং হবে দিনের বেলায়।

এর আগে অনন্ত জলিলের ‘দিন—দ্য ডে’ সিনেমাটি পরিচালনা করেছেন মুর্তজা অতাশ জমজম। ছবিটি বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে। শিগিগিরই সিনেমাটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

দীর্ঘ ক্যারিয়ারে মুর্তজা অতাশ জমজম নির্মাণ করেছেন বেশ কিছু চলচ্চিত্র, স্বল্পদৈর্ঘ্য ছবি ও তথ্যচিত্র। ২০১৭ সালের আগস্টে রাখাইনে সেনাবাহিনীর দমন অভিযান শুরুর পর সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আসে লক্ষাধিক রোহিঙ্গা। ওই বছরের নভেম্বরের প্রথম সপ্তাহেই সে চিত্র দেখার জন্য বাংলাদেশে আসেন মুর্তজা। এরপরই রোহিঙ্গাদের নিয়ে একটি প্রামাণ্যচিত্র নির্মাণ করেন, যেটির নাম ‘শারমে বুদা’। ব্যক্তি উদ্যোগে নির্মিত এই হৃদয়স্পর্শী প্রামাণ্যচিত্রটি দেশ-বিদেশে বহুল প্রশংসিত হয়।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ