27 C
আবহাওয়া
৭:১৫ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ২২, ২০২৩
Bnanews24.com
Home » ঢাকা কলেজ বন্ধ ঘোষণা

ঢাকা কলেজ বন্ধ ঘোষণা


বিএনএ, ঢাকা: রাজধানীর ঢাকা কলেজের সঙ্গে আইডিয়াল কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের ত্রিমুখী সংঘর্ষের পরে তিন দিনের জন্য ঢাকা কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। রোববার (৫ মার্চ) বিকেলে ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইউসুফের সই করা বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনিবার্য কারণবশত আগামী ৬ মার্চ কলেজের সব ক্লাস স্থগিত থাকবে। এছাড়া ‘শুভ দোলযাত্রা’ উপলক্ষে ৭ মার্চ এবং ‘পবিত্র শবে-ই-বরাত উপলক্ষে’ ৮ মার্চ তারিখেও কলেজের সব ক্লাস বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ৮ মার্চ ছাড়া উল্লেখিত অন্য তারিখে (৬ ও ৭ মার্চ) অফিস ও বিভাগগুলো খোলা থাকবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষাসহ যাবতীয় কার্যক্রম যথারীতি চলবে। তবে ঢাকা কলেজের সব অভ্যন্তরীণ পরীক্ষা স্থগিত থাকবে।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজের বাস ভাঙচুর করে। ওই দিন আইডিয়াল কলেজের সামনে এসে নামফলক খুলে নিয়ে যায় ঢাকা কলেজের শিক্ষার্থীরা। সেই ঘটনার জেরে আইডিয়ালের কয়েকজন শিক্ষার্থী ঢাকা কলেজের কয়েকজনকে মারধর করেন। এরপর রবিবার দুই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে আবারও সংঘর্ষ শুরু হয়। পুলিশ টিয়ারগ্যাস ছুঁড়লে ছত্রভঙ্গ হয়ে যায় শিক্ষার্থীরা। পরে নিজ নিজ ক্যাম্পাসে ফিরে যায়।

বিএনএ/আজিজুল, এমএফ

Total Viewed and Shared : 150 


শিরোনাম বিএনএ