38 C
আবহাওয়া
৪:১৫ অপরাহ্ণ - এপ্রিল ১৯, ২০২৪
Bnanews24.com
Home » ক্রাইস্টচার্চে ফের হামলার হুমকি

ক্রাইস্টচার্চে ফের হামলার হুমকি

ক্রাইস্টচার্চে ফের হামলার হুমকি

বিএনএ, ক্রীড়া ডেস্ক: দুই বছর আগে এই মার্চেই নিউজিল্যান্ড সফরে কয়েক মিনিটের এদিক-সেদিকের কারণে সন্ত্রাসী হামলা থেকে বেঁচে গিয়েছিল বাংলাদেশ ক্রিকেট দল। কয়েকদিন পরই১ ৫ মার্চ সেই ঘটনার দুই বছর পূর্ণ হবে। ঠিক সে সময়ও সেখানে থাকবে টিম টাইগার্স।

দু বছর বাদে ক্রাইস্টচার্চের দুই মসজিদে আবারও হামলার হুমকি এসেছে। অনলাইনের মাধ্যমে এ হুমকি প্রদান করা হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, এরই মধ্যে এক সন্দেহভাজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। যে কারণে চিন্তিত টাইগার শিবির।

এ ব্যাপারে সংবাদমাধ্যমে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেছেন, ‘আমরা ব্যাপারটি নিয়ে খানিক চিন্তিত। আসলে চিন্তিতও বলা ঠিক হবে না, কারণ ক্রিকেটাররা এই বিষয়ে এখনো কিছুই জানে না। আমরা তাদেরকে কিছুই জানাইনি। এখানে তো টিভি বা স্থানীয় পত্রিকা আসে না। সেগুলো না পড়লে ওদের জানার কথা না। আমরাও তাদেরকে অবহিত করিনি।’

ক্রাইস্টচার্চে এখনও বাংলাদেশ দলের কোয়ারেন্টাইন পর্ব চলছে। যা শেষ হলে আগামী ১৫ মার্চ প্রথম ওয়ানডের ভেন্যু ডানেডিনে চলে যাবে টাইগাররা। যে কারণে কিছুটা চিন্তা মুক্ত তারা। এ নিয়ে দেবাশীষ বলেছেন, ‘ক্রাইস্টচার্চের ১৪ দিনের কোয়ারেন্টাইন শেষ করে আমরা ১৫ তারিখের আগেই ড্যানেডিন চলে যাবো। সেখান থেকে আবার ক্রাইস্টচার্চ ফিরবো ২০ মার্চ প্রথম ওয়ানডে খেলে।’

বিএনএ/ ওজি 

 

 

Loading


শিরোনাম বিএনএ