34 C
আবহাওয়া
৭:৩৭ অপরাহ্ণ - এপ্রিল ২৫, ২০২৪
Bnanews24.com
Home » ইউক্রেনের পূর্বাঞ্চলে রণাঙ্গনের পরিস্থিতি কঠিন : জেলেনস্কি

ইউক্রেনের পূর্বাঞ্চলে রণাঙ্গনের পরিস্থিতি কঠিন : জেলেনস্কি


বিএনএ, বিশ্বডেস্ক : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, পূর্বাঞ্চলীয় রণাঙ্গনে পরিস্থিতি ক্রমশই কঠিন হয়ে পড়ছে। বাখমুট, ভুলেদার এবং লিমান- দনিয়েৎস্কের এই তিনটি শহরে তীব্র লড়াই চলছে যেখানে ইউক্রেনীয় সৈন্যরা কঠিন পরিস্থিতির মুখে পড়েছে।

যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, বাখমুট শহরে ইউক্রেনের সৈন্যরা বিচ্ছিন্ন হয়ে পড়ছে।

রাশিয়ার ভাড়াটে যোদ্ধাদের দল ওয়াগনার গ্রুপও বলছে যে এই শহরের কোনো কোনো অংশে রাস্তায় রাস্তায় যুদ্ধ হচ্ছে।

রুশ সৈন্যরা কয়েক মাস ধরে বাখমুট শহরের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে। প্রায় এক বছর আগে ইউক্রেনের রুশ সামরিক অভিযান শুরু হওয়ার পর এই শহরটির দখল নিয়েই সবচেয়ে বেশি সময় ধরে যুদ্ধ চলছে।

এই শহরটি দখলে নেওয়া রাশিয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এটি তাদের দখলে থাকলে রাশিয়ার পক্ষে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ডনবাস অঞ্চলে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা আরো সহজ হবে।

এছাড়াও সম্প্রতি রাশিয়ার কাছ থেকে ইউক্রেনের বেশ কিছু এলাকা হাতছাড়া হয়ে যাওয়ার পর তাদের মনোবলে যে চিড় ধরেছে সেটিও পুনরায় চাঙ্গা হয়ে উঠবে বলে বিশ্লেষকরা মনে করছেন।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ