29 C
আবহাওয়া
৮:৫৮ অপরাহ্ণ - মার্চ ২৯, ২০২৪
Bnanews24.com
Home » ঢামেক হাসপাতালে এসি বিস্ফোরণ, আতঙ্কিত রোগীরা

ঢামেক হাসপাতালে এসি বিস্ফোরণ, আতঙ্কিত রোগীরা

ঢাকা মেডিকেল কলেজ

বিএনএ, ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবনের চারতলায় এসি বিস্ফোরণে আগুন লেগেছে। আগুন ঘটনায় হাসপাতালে ছড়িয়ে পড়লে অসুস্হ রোগী নিয়ে স্বজনরা ছোটাছুটি শুরু করে। এবং তাদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

রোববার (৫ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় নতুন ভবনের চারতলার কিডনি বিভাগে এ অগ্নিকাণ্ড ঘটে।এ বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদরের উপ-সহকারী পরিচালক মো. বজলুর রশিদ।

তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখি হাসপাতালের কর্মচারীরা ফায়ার এক্সটিংগুইশার দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। পরে আমরা আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনি। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
আতঙ্কিত রোগীরা

এদিকে, এসি বিস্ফোরণের ঘটনায় নতুন ভবনের ৬তলা ও ৮ তলার রোগীরা আতঙ্কে নিচে নেমে আসেন। এসময় অনেকেই অসুস্থ হয়ে পড়েন।

আবহল কালাম নামে এক রোগী জানান, আগুন লাগার খবর শুনে দ্রুত নামতে গিয়ে আরও অসুস্থ হয়ে পরেছি। পরে আগুন নিয়ন্ত্রণে এলে আমাদের আবার ওয়ার্ডে যেতে বলা হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, নতুন ভবনের চারতলায় কিডনি বিভাগে এসি বিস্ফোরিত হয়ে আগুন লেগেছে। ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

হাসপাতালের ওয়ার্ড মাষ্টার আবুল হোসেন জানান, নতুন ভবনে একটি পুরাতন এসি দীর্ঘক্ষণ চলার কারনে অতিরিক্ত গরমেের কারনে এসি বিস্ফোরণের ঘটনাটি ঘটে। তবে কেউ হতাতহ হয়নি। এখন সব কিছু সাভাবিক ভাবে আছে।

বিএনএ/আজিজুল, এমএফ

Loading


শিরোনাম বিএনএ