26 C
আবহাওয়া
৯:৪১ পূর্বাহ্ণ - জুন ১০, ২০২৩
Bnanews24.com
Home » ট্রেন লাইনচ্যুত, সিলেটে সাথে যোগাযোগ বন্ধ

ট্রেন লাইনচ্যুত, সিলেটে সাথে যোগাযোগ বন্ধ


বিএনএ, ফেঞ্চুগঞ্জ : ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাঁওয়ে একটি তেলবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) রাত ১টার দিকে মাইজগাঁও ও বিয়ানীবাজারের মাঝে গুতিগাঁও এলাকায় চট্টগ্রাম থেকে সিলেটগামী ওয়াগন ট্রেনটি দুর্ঘটনায় পড়ে।

সিলেট রেলওয়ে স্টেশনের ম্যানেজার খলিলুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ট্রেনের ৮টি ট্যাংকারের মত ৭টি রেল লাইনের পাশে পড়ে যায়। দুর্ঘটনার কারণে বৃহস্পতিবার রাত পৌনে ১১টার দিকে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী উপবন এক্সপ্রেস মোগলাবাজার স্টেশনে আটকা পড়ে। পরে যাত্রা বাতিল করে ট্রেনটি সিলেট ফিরে যায়।

দুর্ঘটনা কবলিত তেলের ট্যাংকারগুলো উদ্ধারে রাতে কুলাউড়া ও আখাউড়া থেকে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে।

এদিকে সিলেট থেকে ঢাকাগামী জয়িন্তকা এক্সপ্রেস ও চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস শুক্রবার মৌলভীবাজারের কুলাউড়া স্টেশন থেকে নিজ নিজ গন্তব্যে যাত্রা করবে বলে জানান তিনি।
বিএনএনিউজ/জেবি

Total Viewed and Shared : 18 


শিরোনাম বিএনএ