29 C
আবহাওয়া
১২:৫৭ পূর্বাহ্ণ - জুন ৯, ২০২৩
Bnanews24.com
Home » ব্যবসায়ী অনিল শীলের পরলোকগমন

ব্যবসায়ী অনিল শীলের পরলোকগমন

ব্যবসায়ী অনিল শীলের পরলোকগমন

বিএনএ, বোয়ালখালী : চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলার চরনদ্বীপ শীলপাড়া নিবাসী বিশিষ্ট সমাজসেবক শতবর্ষী ফনিন্দ্র লাল শীলের দ্বিতীয় পুত্র ব্যবসায়ী অনিল শীল (৬৩) মারা গেছেন। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) ভোর ৫ টা ২০ মিনিটে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।

মৃত্যকালে তিনি স্ত্রী, ৩ পুত্র, ১ কন্যা, জামাতা, ৫ ভাই, ২ বোন, ভগ্নিপতি, ২ নাতনী, অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। তিনি ডায়াবেটিস, কিডনি রোগ ও উচ্চরক্তচাপজনিত রোগে ভুগছিলেন।

তিনি চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সদস্য প্রদীপ কুমার শীল, সদস্য রনজিত কুমার শীল, জামালখানের ব্যবসায়ী অজিত কুমার শীল, শিক্ষিকা মঞ্জু রানী শীল, প্রবাসী সাংবাদিক ও ব্যবসায়ী সনজিত কুমার শীল, ব্যবসায়ী প্রসনজিত কুমার শীল ও আমেরিকা প্রবাসী পম্পী রানী শীলের ভাই।

বৃহস্পতিবার দুপুরে গ্রামের বাড়ি চট্রগ্রাম বোয়ালখালী চরণদ্বীপ শীল পাড়াস্থ পারিবারিক শ্মশানে প্রয়াতের সৎকার সম্পন্ন করা হয়েছে।

বিএনএনিউজ/বাবর মুনাফ/এইচ.এম।

Total Viewed and Shared : 111 


শিরোনাম বিএনএ