16 C
আবহাওয়া
৬:২৪ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন

মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন

চট্টগ্রামে শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

বিএনএ,চট্টগ্রাম: নিজের ১২ বছর বয়সী শিশু কন্যাকে ধর্ষণের দায়ে বাবাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৫ জানুয়ারি) চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-৭ এর বিচারক মুন্সী আব্দুল মজিদ এ আদেশ দিয়েছেন।

রায় ঘোষণার সময় আদালতে দণ্ডিত মো. নেজাম উদ্দিন উপস্থিত ছিলেন।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-৭ এর পাবলিক প্রসিকিউটর (পিপি) খন্দকার আরিফুল আলম বলেন, নিজ মেয়েকে ধর্ষণের দায়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনের দুটি ধারায় আসামি নেজাম উদ্দিনের সাজা হয়েছে। এর মধ্যে ৯ (১) ধারায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৩ বছরের সশ্রম কারাদণ্ড। এছাড়া ৯(৪) (খ) ধারায় তাকে ৫ বছরের কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। মোট ১১ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় ঘোষণা করেন।

আদালত সূত্র জানায়, ২০১৯ সালের ১৮ জুন নিজের মেয়েকে ধর্ষণ করেন নেজাম উদ্দিন। পরে এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে ভুজপুর থানায় স্বামীর বিরুদ্ধে মামলা করেন। ২০১৯ সালের ৩০ অক্টোবর বাদীর অভিযোগ আমলে নিয়ে নেজাম উদ্দিনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেন মামলার তদন্ত কর্মকর্তা। ২০২০ সালের ৫ মার্চ আসামির বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দেন আদালত।

বিএনএনিউজ/মনির

Loading


শিরোনাম বিএনএ