16 C
আবহাওয়া
৭:০৩ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » বাধ্যতামূলক হচ্ছে পরিবহনচালকের লাইসেন্স ও মাদকাসক্তি পরীক্ষার সনদ

বাধ্যতামূলক হচ্ছে পরিবহনচালকের লাইসেন্স ও মাদকাসক্তি পরীক্ষার সনদ

বাধ্যতামূলক হচ্ছে পরিবহনচালকের লাইসেন্স ও মাদকাসক্তি পরীক্ষার সনদ

বিএনএ, ঢাকা : বাধ্যতামূলক হচ্ছে পরিবহনচালকের লাইসেন্স ও মাদকাসক্তি পরীক্ষার সনদ। নতুন লাইসেন্স ও নবায়নের আবেদন মাদকাসক্তি পরীক্ষার সনদ জমা না দিলে গ্রহণ করা হবে না। এসব বিষয় গুলো বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার। ইতিমধ্যে পেশাদার চালকদের মাদকাসক্তি পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সূত্র জানিয়েছ, প্রথমত, চালকদের নতুন লাইসেন্স ও পুরোনো লাইসেন্স নবায়নের আবেদনের সঙ্গে মাদকাসক্তি পরীক্ষার সনদ জমা দিতে হবে। দ্বিতীয়ত, রাজধানীর বাস টার্মিনালগুলোতে কিট দিয়ে লালা পরীক্ষার মাধ্যমে মাদকসেবী চালক শনাক্ত করার পরিকল্পনা রয়েছে।

সূত্রটি বলছে, নতুন পেশাদার লাইসেন্স পাওয়া ও নবায়নের ক্ষেত্রে চালকদের নিজ খরচে মাদকাসক্তি পরীক্ষা করিয়ে সনদ নিতে হবে। নইলে আবেদন গ্রহণ করা হবে না। টার্মিনালে কিট দিয়ে পরীক্ষার খরচটি সরকারিভাবে বহনের চিন্তা রয়েছে।

পরিবহন শ্রমিক সংগঠনগুলো বলছে, দেশে পরিবহন শ্রমিক আছে ৭০ লাখের মতো। বিআরটিএর হিসাবে, দেশে চালকের লাইসেন্স রয়েছে ৩৮ লাখের মতো। এর মধ্যে পেশাদার প্রায় ১৫ লাখ। মাদকসেবী চালকের কারণে কী পরিমাণ সড়ক দুর্ঘটনা ঘটে, এ বিষয়ে সাম্প্রতিক কোনো গবেষণা পাওয়া যায়নি। তবে ২০০৭ সালে ব্র্যাকের রোড সেফটি কর্মসূচির আওতায় পরিচালিত এক জরিপে দেখা যায়, ভারী যানবাহন (বাস-ট্রাক) চালকদের প্রায় ৬৯ শতাংশ মাদক সেবন করেন।
বিএনএনিউজ/জেবি

Loading


শিরোনাম বিএনএ