20 C
আবহাওয়া
১০:০৬ অপরাহ্ণ - ডিসেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » শিশু চুরির অভিযোগে মহিলা আটক

শিশু চুরির অভিযোগে মহিলা আটক


বিএনএ, ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবনের চতুর্থ তলার ডায়ালাইসিস ওয়ার্ড থেকে মেরিনা আক্তার শারমিন (৩০) নামে এক মহিলাকে শিশু চুরির অভিযোগে আটক করা হয়েছে। এ সময় তার সঙ্গে দুই বছরের এক শিশুও ছিল। রোববার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। পরে সাধারণ আনসার সদস্যরা বিষয়টি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আনসারের পিসি মহেশচন্দ্র রায়কে জানায়। পরবর্তীতে শিশুসহ ওই নারীকে শাহবাগ থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়। অভিযুক্ত মেরিনা আক্তার শারমিন নোয়াখালীর মাইজদী উপজেলার গরিবপুর গ্রামের দুলহান মিয়ার মেয়ে।

মহেশ চন্দ্র রায় বলেন, ওই মহিলা কিছু সময় ধরে শিশুটিকে নিয়ে নতুন ভবনের চারতলায় ঘোরাফেরা করছিল। বিষয়টি সাধারণ রোগীদের কাছে সন্দেহজনক মনে হলে তারা আমাদের আনসার সদস্যদের খবর দেয়। আমরা বেশ কিছুক্ষণ ওই নারীকে জিজ্ঞাসাবাদ করি। তবে ওই নারী তার সঙ্গে থাকা শিশুটিকে নিয়ে সন্তোষজনক কোনো জবাব দিতে পারেনি। শিশুটি তার বা তিনি কোথা থেকে এনেছে এই বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেননি।

তিনি আরও জানান,  আনসার সদস্যদের সহযোগিতায় ওই নারী ও শিশুকে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পে সোপর্দ করা হয়। পরে শাহবাগ থানাকে বিষয়টি জানানো হয়। শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ মাহফুজ ঢামেকের পুলিশ ক্যাম্প থেকে রাত পৌনে ১টার দিকে ওই নারীসহ শিশুকে থানায় নিয়ে যায়।

বিএনএ/ আজিজুল , ওজি/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ