33 C
আবহাওয়া
৮:৪৮ অপরাহ্ণ - জুন ১, ২০২৪
Bnanews24.com
Home » শার্শায় ৮ কেজি গাঁজাসহ আটক ১

শার্শায় ৮ কেজি গাঁজাসহ আটক ১


বিএনএ, যশোর: যশোরের শার্শায় ৮ কেজি মাদকদ্রব্য গাঁজাসহ জাহাঙ্গীর আলম (৩০) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৩) নভেম্বর রাত ৯ টার সময় শার্শা থানাধীন বহিলাপোতা এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক জাহাঙ্গীর আলম শার্শা উপজেলার বড় মান্দারতলা গ্রামের নূর মোহাম্মদ সরদারের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের মাধ্যমে গোড়পাড়া পুলিশ ক্যাম্পের একটি চৌকস টিম শার্শা থানাথীন বহিলাপোতা গ্রামের বেড়ে বাবুর মাছের ঘেরের পাশ থেকে ওই যুবককে ২ কেজির প্যাকেট ৪ প্যাকেট মোট ওজন ৮ কেজি মাদকদ্রব্য গাঁজাসহ আটক করে। এ সময় আরো দুই মাদক কারবারি কৌশলে পালিয়ে যায়।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আকিকুল ইসলাম জানান, আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বিজ্ঞ আদালতের প্রেরণ করা হয়েছে। পলাতক আসামিদেরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বিএনএ/ সোহাগ, এমএফ

Loading


শিরোনাম বিএনএ