33 C
আবহাওয়া
১:৫৪ অপরাহ্ণ - জুন ৫, ২০২৩
Bnanews24.com
Home » গুচ্ছভর্তি পরীক্ষার ‘সি’ ইউনিটের ফল প্রকাশ

গুচ্ছভর্তি পরীক্ষার ‘সি’ ইউনিটের ফল প্রকাশ

গুচ্ছভর্তি পরীক্ষা স্থগিত

বিএনএ, ঢাকা: দেশের ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষার ‘সি’ ইউনিটের ফল প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (৪ নভেম্বর) এ ফল প্রকাশ করা হয়েছে। ফল ও ভর্তি বিষয়ক সব ধরনের তথ্য https://gstadmission.ac.bd ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে।

গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষার আয়োজক কমিটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘সি’ ইউনিটের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। যারা পাস করেছেন তাদের মোবাইলে এসএমএস পাঠানো হবে। তা ছাড়া, ওয়েবসাইটে গিয়েও ফল দেখতে পাবেন।

‘সি’ ইউনিটে অংশগ্রহণের জন্য আবেদন করেছিলেন ৩৩ হাজার ৪৩৭ জন শিক্ষার্থী। গত ১ নভেম্বর ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বিএনএ/ এমএফ

Total Viewed and Shared : 17 


শিরোনাম বিএনএ