29 C
আবহাওয়া
১১:০৭ পূর্বাহ্ণ - জুন ১৬, ২০২৪
Bnanews24.com
Home » বাংলাদেশ সংবিধান দিবস আজ

বাংলাদেশ সংবিধান দিবস আজ

বাংলাদেশ সংবিধান দিবস আজ

বিএনএ, ঢাকা: বাংলাদেশ সংবিধান দিবস আজ (৪ নবেম্বর)। ১৯৭২ সালের এদিন গণপরিষদে বাংলাদেশের সংবিধান গৃহীত হয়। একই বছরের ১৬ ডিসেম্বর থেকে যা কার্যকর হয় ।সংবিধান প্রণয়নের উদ্দেশ্যে ১৯৭২ সালের ১১ এপ্রিল ড. কামাল হোসেনকে সভাপতি করে ৩৪ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। ১৯৭২ সালের ১২ অক্টোবর গণপরিষদের দ্বিতীয় অধিবেশনে তৎকালীন আইনমন্ত্রী ড. কামাল হোসেন খসড়া সংবিধান বিল আকারে উত্থাপন করেন।

মূল সংবিধান ইংরেজি ভাষায় রচিত হয় এবং একে বাংলায় অনুবাদ করা হয়। তাই এটি বাংলা ও ইংরেজি উভয় ভাষায় বিদ্যমান।

বাংলাদেশের সংবিধান সর্বমোট ১৭ বার সংশোধিত হয়েছে। বাংলাদেশের সংবিধান কেবল বাংলাদেশের সর্বোচ্চ আইনই নয়- সংবিধানে বাংলাদেশ নামক রাষ্ট্রের মূল চরিত্র বর্ণিত রয়েছে। এতে বাংলাদেশের ভৌগোলিক সীমারেখা বিধৃত আছে। দেশটি হবে প্রজাতান্ত্রিক, গণতন্ত্র হবে এদেশের প্রশাসনিক ভিত্তি, জনগণ হবে সকল ক্ষমতার উৎস এবং বিচার বিভাগ হবে স্বাধীন।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ